বিশাখাপত্তনম, ৩ ডিসেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আতঙ্কে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলা থেকে বাতিল করা হচ্ছে প্রায় ৬৫টি ট্রেন। শুক্রবার পূর্ব উপকূল রেলের ওয়াল্টেয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এ কে ত্রিপাঠি বলেছেন, ৩ ও ৪ ডিসেম্বর বিশাখাপত্তনম জেলা থেকে বাতিল করা হচ্ছে প্রায় ৬৫টি ট্রেন। পাশাপাশি ঘূর্ণিঝড়ের আতঙ্কে বিশাখাপত্তনম ও শ্রীকাকুলাম জেলায় শুক্রবার ও শনিবার বন্ধ থাকছে সমস্ত স্কুল। বিশাখাপত্তনমে জেলা কালেক্টর মল্লিকার্জুনা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩ ও ৪ ডিসেম্বর বিশাখাপত্তনম ও শ্রীকাকুলাম জেলায় বন্ধ থাকবে সমস্ত স্কুল।
আগামী ১২ ঘণ্টার মধ্যেই বঙ্গোপসাগর উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শনিবার সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর-অন্ধ্রপ্রদেশ এবং ওডিশা উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় পৌঁছে যেতে পারে। ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগের ঝড় এবং দমকা হাওয়া এর পর উত্তর এবং উত্তর-পূর্ব অভিমুখে বাঁক নিতে পারে। আন্দামান দ্বীপপুঞ্জের অদূরের তৈরি হওয়া নিম্নচাপ বলয় বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। গত ছ’ঘণ্টায় তা গড়ে ৩২ কিলোমিটার গতিবেগে পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। শুক্রবার সকালে গভীর নিম্নচাপটির অবস্থান ছিল বঙ্গোপসাগরের গভীরে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে, ওডিশার গোপালপুর সৈকত থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে।