আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.) : নির্বাচনী আচরণবিধির কারণে পিছিয়ে গিয়েছিল মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের নব নির্মিত টার্মিনালের উদ্বোধন। তবে এখন নির্বাচনী প্রক্রিয়া সমাপ্তির পথে। উঠে যাবে আদর্শ আচরণবিধিও। তাই ঘটা করে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তুতি বৈঠকে চূড়ান্ত রূপ দিতে আসছেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান সঞ্জীব কুমার। আগামী ১৫ এবং ১৬ ডিসেম্বর প্রস্তুতি সম্পর্কে বৈঠক করবেন তিনি। এর পরই স্থির হবে উদ্বোধনের দিনক্ষণ। সে মোতাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচি নিয়ে যোগাযোগ করা হবে পিএমও-র সঙ্গে। বিমানবন্দর সূত্রে এমনটাই জানা গিয়েছে। তবে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের নবনির্মিত টার্মিনালের উদ্বোধনে আসছেন।
উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দর। গড়ে প্রতিদিন ১১টি বিমান উঠা-নামা করে। বর্তমান টার্মিনালটি আয়তনে অনেকটাই ছোট। একসাথে একাধিক বিমানের সূচূ থাকলেই এক সঙ্গে পাঁচশোর বেশি যাত্রী হয়ে গেলে তিল ধারণের জায়গা থাকে না। তাই নতুন টার্মিনাল তৈরির পরিকল্পনা নেয় এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া। সে মোতাবেক ৪৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বিমানবন্দরের নতুন টার্মিনাল। আগামীদিনে এই টার্মিনাল আন্তর্জাতিক বিমান যাতায়াতের অনুমতি পাবে, সে অনুযায়ী সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।
বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ সমাপ্ত হয়ে গেছে। বছরে ন্যূনতম ৩০ লক্ষ যাত্রী ধরতে সক্ষম, এমনভাবেই নতুন টার্মিনালটি নির্মিত হয়েছে। এখন এই টার্মিনাল উদ্বোধনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। নবনির্মিত টার্মিনাল ভবনের উদ্বোধন উপলক্ষ্যে জমকালো আয়োজন করা হবে। ত্রিপুরা সরকার ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি কামনা করেছে। সে মোতাবেক আলোচনা চলছে। বিমানবন্দর সূত্রের দাবি, আগামী ১৫ এবং ১৬ ডিসেম্বর এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান সঞ্জীব কুমার আগরতলায় প্রস্তুতি বৈঠকে অংশ নেবেন। সেখানে উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হবে। এর পরই প্রধানমন্ত্রীর সূচি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া।