সংসদের একটি ঘরে আগুন, দমকলের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): আগুন লাগল সংসদ চত্বরের একটি ঘরে। বুধবার সকাল আটটা নাগাদ সংসদের ৫৯ নম্বর ঘরে আগুন লাগে। যদিও, দমকলের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। সেই সময় ওই ঘরে কেউ ছিলেন না বলেই জানা গিয়েছে। তাছাড়া সংসদের অধিবেশনও শুরু হয়নি।

দমকল সূত্রের খবর, বুধবার সকাল আটটা নাগাদ সংসদের ৫৯ নম্বর ঘরে আগুন লাগে। দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণে আগুন লেগেছিল। প্রসঙ্গত, গত সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।