Compulsory : ঝুকিপূর্ণ তালিকায় বাংলাদেশ, স্থলবন্দরে নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছিল করোনার তান্ডব৷ কিন্তু, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সব দেশ ও দক্ষিণ আফ্রিকা সহ এগারটি দেশে করোনার নতুন রূপ ওমিক্রনের তান্ডব দেখা দেয়ায় আবারও চিন্তার ভাজ পড়েছে কপালে৷ উদ্বিগ্ণ ভারত ইতিমধ্যেই নতুন নির্দেশিকা জারি করেছে৷ সেই মোতাবেক রাজ্যেও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ কারণ, ওই এগারটি ঝুকিপূর্ণ দেশের তালিকায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও রয়েছে৷ স্বাভাবিক ভাবেই স্থলবন্দরে যাতায়াতে কঠোর নজরদারীর প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর৷


দপ্তরের জনৈক আধিকারীকের কথায় দুয়েকদিনের মধ্যেই স্থলবন্দর দিয়ে যাতায়াতে একশ শতাংশ নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করা হবে৷ ভারত সরকারও নতুন নির্দেশিকা ১লা ডিসেম্বর থেকে কার্য্যকরে আদেশ জারি করেছে৷ সেই লক্ষ্যে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে যাতায়াতে করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার৷ বর্তমানে স্থবন্দরে সমস্ত যাত্রীদের স্ল্কিনিং করা হচ্ছে৷ কিন্তু, ওমিক্রনের ঝুকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ থাকায় সংক্রমণ প্রতিরোধে নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করা খুবই প্রয়োজন বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *