নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ আগরতলা পুর নিগমের ৫১টি আসনের মধ্যে সবগুলিই বিজেপির দখলে চলে যায়৷ পূর্বে এই সংস্থাটি বামফ্রন্টের দখলে ছিল৷ এখন বিজেপির৷ রাজধানী আগরতলা শহর সহ বিস্তির্ণ এলাকা নিয়ে গঠিত এই পুর নিগমের মেয়র মনোনয়ন নিয়ে জোর আলোচনা চলছে রাজনৈতিক মহলে৷
সূত্রের দাবি, মেয়র পদের জন্য দুজনের নাম উঠে এসেছে৷ একজন দীপক মজুমদার এবং অপরজন ডঃ অলক ভট্টাচার্য্য৷ তবে পাল্লা ভাড়ি আছে দীপক মজুমদারের দিকেই৷ তিনি কংগ্রেস জমানাতে পুর পরিষদের চেয়ারম্যান পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন৷ এখন পুর পরিষদ নিগমে রূপান্তরিত হয়েছে৷ এলাকা বৃদ্ধি পেয়েছে৷ কর্মযজ্ঞও বৃদ্ধি পেয়েছে৷ স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে একজন অভিজ্ঞতা সম্পন্নকেই এই সংস্থার শীর্ষে বসানো হতে পারে৷ যদিও অন্যদিকে অলক ভট্টাচার্য্য বিজেপির সদর জেলা কমিটির সভাপতি৷ এখন দেখাল বিজেপির তরফ থেকে মেয়র পদে কার নামে সিলমোহর দেয়া হয়৷