BRAKING NEWS

India won : যুব বিশ্ব কাপের ম্যাচ জিতেই শেষ আটে পৌঁছে গেল ভারত

ভুবনেশ্বর, ২৮ নভেম্বর (হি.স) : পুল বি’র শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল পোল্যান্ড। সেই দলকে ৮-২ গোলে হারিয়ে পরের নক আউট পর্যায়ে চলে গেল যুব ভারতীয় দল। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শনিবার পুরুষদের যুব বিশ্ব কাপের পুলের শেষ ম্যাচটিও জিতে নিল দাপটের সঙ্গে। সঞ্জয়, অরিজিৎ সিং হুন্ডাল এবং সুদীপ চির্মাকোরা একের পর এক গোল করে জয় নিশ্চিত করে নেয়।

লিগ পর্যায়ে পরপর ম্যাচ জিতে ভারত পুল বি তে দ্বিতীয় স্থান দখল করে নিল। তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে ভারতকে পরের কোয়ার্টার ফাইনালে ম্যাচে খেলতে হবে পুল এ’র পয়লা নম্বরের বেলজিয়ামের বিপক্ষে।

ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষ পোল্যান্ডের উপর ঝাপিয়ে পড়ে ভারত। প্রথম ১৫ মিনিটে ২ টি গোল করে এগিয়ে যায়। সঞ্জয়, হান্ডালদের রুখতে হিমশিম খেতে হয়ে পোল্যান্ড রক্ষণকে। ভারতীয় দলের শিবিরে ধাক্কা লাগে, প্রথম অর্ধের ঠিক আগেই মনিন্দর সিং হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন। প্রথম অর্ধের শেষে ৩-০ গোলে এগিয়ে যায় ভারত। পরের অর্ধ শুরু হতেই ভারতীয় দলের অধিনায়ক বিবেক সাগর বিপক্ষের তিনজনকে ড্রিবল করে সতীর্থ উত্তমকে বল সাজিয়ে দিতে, ভারত ৪-০ গোলে এগিয়ে যায়। শারদানন্দ তিওয়ারি, চির্মাকো আরও দুটি গোল করে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *