আগরতলা, ২৮ নভেম্বর (হি. স.) : ত্রিপুরায় পুর ও নগর সংস্থা নির্বাচনে বিরোধীরা ধুয়ে-মুছে সাফ হয়ে গেছে। সমস্ত সংস্থায় উড়ল বিজেপির পতাকা। বলা যায়, একাধিপত্য কায়েম হয়েছে শাসক দল বিজেপির। আজ ভোটের ফলাফল ঘোষণা শুরু হতেই সেই ছবি স্পষ্ট হয়েছে। শুধু পুর নিগম নয়, সমস্ত পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত বিজেপি দখল করেছে। শুধুমাত্র ধর্মনগর এবং বিলোনিয়া পুর পরিষদে ফলাফল ঘোষণা হয়নি। তবে সেখানেও বিজেপিই এগিয়ে রয়েছে।
অবশ্য এই প্রথম পুর নির্বাচনে খাতা খুলেছে তৃণমূল কংগ্রেস এবং জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল তিপ্রা মথা। আমবাসা পুর পরিষদে তৃণমূল ও তিপ্রা মথা ১টি করে ওয়ার্ডে জয়ী হয়েছে। সিপিএম সর্বস্ব খুইয়ে সারা রাজ্যে মাত্র ৩টি ওয়ার্ড দখল করতে পেরেছে। পুর নিগমে খাতা খুলতে পারবে বলে মনে হচ্ছে না। আশ্চর্যের বিষয় হল, কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কারণ, একটি আসনেও শতবর্ষ প্রাচীন ওই দল জয়ী পারেনি। পুর নিগমে কংগ্রেস কোন সুযোগ পাবে বলে মনে হচ্ছে না।
সর্বশেষ খবর অনুযায়ী পুর নিগম ৫১টি ওয়ার্ডের মধ্যে ২৮টিতে ফলাফল ঘোষণা হয়েছে। সবকটি আসনেই বিজেপি জয়ী হয়েছে। ফলাফলের প্রবণতা দেখে মনে হচ্ছে, সবকটি আসনেই বিজেপি জয়ী হবে। তবে, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নিয়ে সিপিএম এবং তৃণমূলের মধ্যে করা প্রতিযোগিতা চলছে।
এখন পর্যন্ত ১১টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে ফলাফল ঘোষণা হয়েছে। সবকটি পুর ও নগর সংস্থায় বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। শুধু মাত্র পানিসাগর নগর পঞ্চায়েত, কৈলাসহর পুর পরিষদ এবং আমবাসা পুর পরিষদে সিপিএম ১টি করে ওয়ার্ডে জয়ী হয়েছে।


