BRAKING NEWS

Protest : মনপাথর বাজারে বিক্ষোভ মিছিল সংগঠিত করল তিপ্রা মথা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। মুড়াসিং পাড়ায় আয়োজিত ঐতিয্যবাহী রাস মেলা থেকে বাড়ি ফেরার পথে উদয়পুর টেপানিয়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় কিল্লা এলাকার এক গৃহবধূকে অপরহরন করে ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে মন পাথর বাজারে বিক্ষোভ মিছিল সংঘটিত করল তিপ্রামথা। গনধর্ষনের প্রতিবাদ জানিয়ে তিপ্রামথা দলের উদ্দ্যোগে মনপাথর বাজারে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। ঘটনার বিবরনে জানা যায় ,গত ১৯শে নভেম্বর শান্তির বাজার মহকুমার মুড়াসিং পাড়ায় আয়োজিত ঐতিয্যবাহী রাস মেলা থেকে বাড়ি ফেরার পথে উদয়পুর টেপানিয়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় কিল্লা এলাকার এক গৃহবধূকে অপরহরন করে নিয়ে গিয়ে সারা রাতব্যাপী ধর্ষন করে বলে অভিযোগ।

জানা যায়, গৃহবধূর স্বামীর উপর আক্রমন করে গৃহবধূকে নিয়ে পালিয়ে যায় দুস্কৃতিকারিকা। এই ধর্ষনকান্ডে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ । এই ধর্ষন কান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও রাজ্যে নারীদের সুরক্ষা প্রদানে রাজ্যসরকারকে বিশেষ ব্যাবস্থা গ্রহনের জন্য মনপাথর বাজার কাপিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত করলো তিপ্রামথা । বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জোনালের ভাইস চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, তিপ্রামথা দলের সাব্রুম ডিভিশনাল কমিটির সভাপতি পরিমল রিয়াং, তিপ্রামথা দলের দক্ষিন জেলার মেম্বার জুয়েল রিয়াং, শান্তির বাজার ব্লক প্রেসিডেন্ট প্রতাপ রিয়াং সহ তিপ্রামথা দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। তিপ্রামথা দল কতৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিলে মহিলাদের উপস্থিতির হার ছিলো লক্ষ্যনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *