নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৬ নভেম্বর৷৷ রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে৷ বিএসএফের ভূমিকা নিয়ে জনমনে উঠছেছ প্রশ্ণ৷ সীমান্তে কাটাতারের বেড়া থাকা সত্বেও পাচারকারীদের দৌরাত্ম্য৷ রাজ্যের ও বাংলাদেশের কিছু পাচারকারী যৌথভাবে এই পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে৷ অনেক ক্ষেত্রেই বিএসএফের সাথে রফার ভিত্তিতে হচ্ছে এই পাচার বাণিজ্য৷ ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন স্থানে পাচারকারীদের নিধন করার ঘটনা ঘটেছে৷ জনতা একজোট হয়ে পাচারকারীদের পাকড়াও করে গণধোলাই দিয়ে খুন করেছে৷ কৈলাসহর, তেলিয়ামুড়া, খোয়াই, সোনামুড়া, ধর্মনগর ইত্যাদি সীমান্ত এলাকায় পাচারকারী নিধনের ঘটনা প্রায়ই ঘটছে৷
এদিকে, গবাদিপশু পাচারকারী সন্দেহে সন্দেহে একব্যাক্তির মৃত্যুকে কেন্দ্র করে উওপ্ত কদমতলা থানাধীন পত্যেকরায় গ্রাম পঞ্চায়েত এলাকায়৷মৃত ব্যাক্তির পরিবার থেকে গনধোলাইয়ের সাথে যুক্ত ব্যাক্তির গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মৃতদেহ নিয়ে রাস্তা অবোরধ করা হয়৷এই ঘটনাকে কেন্দ্র করে কদমতলা থানাতে মামলা পাল্টা মামলা৷গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে চরম উত্তেজনা বিরাজ করছে৷
ঘটনার বিবরনে জানা যায়, উত্তর জেলার কদমতলা থানাধীন ভারত বাংলাদেশ সিমান্তের মহেশপুর পুরান গারদ এলাকাতে গত মঙ্গলবার গভীর রাতে সীমান্ত রক্ষি বিএসএফ জোয়ানরা সিমান্ত প্রহরা দেবার সময় দেখে কয়েকজন লোক সীমান্তের কাঁটা তার কেটে গবাদিপশু পাচারের চেষ্টা করছে৷ এই সময় সীমান্ত রক্ষী জোয়ানরা তার কাঁটারত পাচারকারীদের ধাওয়া করলে আশপাশের জনগনও জর হয়ে দুই পাচারকারীকে আটক করে উওমমাধ্যেম দিতে শুরু করে৷ ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় কদমতলা থানার পুলিশ৷
পুলিশ আটক দুই পাচারকারীকে আহত অবস্তায় জনগনের হাত থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে এলে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অহিদুল ইসলাম এবং নছির উদ্দিনের অবস্তা গুরুতর হবার ফলে বহিঃ রাজ্যে রেফার করেন৷ গুরুতর আহত দুই ব্যাক্তিকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে বুধবার রাতে আহত দুই ব্যাক্তির মধ্যে অহিদুল ইসলামের(৩২) মৃত্যূ হয়৷ বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত ব্যাক্তির পরিবার পরিজনরা মৃতদেহ নিয়ে ধর্মনগর কদমতলা সড়কের নতুন বাজার এলাকাতে রাস্তা অবরোধ করে বসে৷মৃত ব্যাক্তির পরিবার পরিজনদের বক্তব্য, মঙ্গলবার রাত আনুমানিক দশটা নাগাদ একটি অল্ট্রো গাড়িতে করে কয়েকজন লোক এসে মুরগি কিনার বাহানায় অহিদুল ইসলাম ও নছির উদ্দিনকে বলপূর্বক গাড়িতে করে নিয়ে যায়৷এরপর থেকে তাদের আর খোঁজ মিলছিলনা৷
এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ৷ রাস্তা অবরোধকারীদের পুলিশ আশ্বাস প্রদান করে যে, তদন্ত ক্রমে দোষিদের বিরুদ্ধে ব্যাবস্তা গ্রহন করা হবে৷ পুলিশের আশ্বাস পেয়ে অবরোধকারীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়৷ অপরদিকে গবাদিপশু পাচার নিয়ে প্রথমে বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তের তার কাঁটার অভিযোগ জানিয়ে কদমতলা থানাতে একটি মামলা দায়ের করা হয়৷ পাশাপাশি বুধবার মৃত ব্যাক্তির পরিবার থেকে ও একটি মামলা দায়ের করা হয়৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে কদমতলা থানা এলাকার পত্যেকরায় গ্রাম পঞ্চায়েত এলাকাতে তীব্র উওজনা বিরাজ করছে৷ ওসি কৃষ্ণধন সরকার৷