BRAKING NEWS

আগামীবছর ২ এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স) : ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, পরের বছর ভারতেই ফিরে আসছে আইপিএল টুর্নামেন্ট। গত মরশুমে করোনার কারণে এই টুর্নামেন্টের অর্ধেকটাই সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হয়েছিল। কিন্তু, কয়েকদিন আগেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এবছর ভারতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। বোর্ডের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, পরের বছর ২ এপ্রিল থেকে এই টুর্নামেন্ট আয়োজন করার একটা প্রাথমিক চিন্তাভাবনা শুরু করা হয়েছে। যদিও পূর্ণাঙ্গ সূচি এখনও পর্যন্ত তৈরি করা হয়নি। তবে বোর্ডের পক্ষ থেকে সকল স্টেক হোল্ডারদের একথা জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ২ এপ্রিল থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। আর প্রথম ম্যাচ চেন্নাইয়ে আয়োজন করা হবে।

আগামী বছর পঞ্চদশ মরশুমে পা রাখতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দশটি দলের মধ্যে মোট ৭৪টি ম্যাচ খেলা হবে। যদিও চলতি বছর আটটি দলের মধ্যে মোট ৬০টি ম্যাচের আয়োজন করা হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীন বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী বছর এই টুর্নামেন্ট ৬০ দিন ধরে আয়োজন করা হবে। ফলে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জুনের প্রথম সপ্তাহান্তে কিংবা ৪ অথবা ৫ জুন আয়োজন করা হবে। প্রত্যেকটা দলই ১৪টি করে লিগ ম্য়াচ খেলার সুযোগ পাবে। সাতটি করে হোম এবং অ্যাওয়ে ম্যাচ তারা খেলতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *