BRAKING NEWS

পুর নির্বাচন সমাপ্ত হলেই বিধায়ক সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল : ত্রিপুরা বিজেপি

আগরতলা, ২৩ নভেম্বর (হি. স.) : পুর নির্বাচন সমাপ্ত হলেই দলবিরোধী কাজের জন্য বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল৷ কারণ, বিরোধীদের সুর তাঁর গলায় শুনতে পাচ্ছে বিজেপি৷ আজ সাংবাদিক সম্মেলনে বিস্ফোরণ ঘটানোর কয়েক ঘন্টার মধ্যেই সুদীপ রায় বর্মণকে কড়া বার্তা দিয়েছে ত্রিপুরায় শাসক দল বিজেপি৷

এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, পুর নির্বাচনের সরব প্রচার আজ সমাপ্ত হয়েছে৷ এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ঘটনায় দলীয় বিধায়ক সুদীপ রায় বর্মণ সাংবাদিক সম্মেলন করে কিছু বিষয় তুলে ধরেছেন৷ তাতে, উল্লসিত তৃণমূল কংগ্রেস হইহই করে সুদীপ বাবুকে সমর্থন করেছেন৷ তিনি কটাক্ষের সুরে বলেন, সুদীপ রায় বর্মণের গলায় বিরোধীদের সুর শুনা যাচ্ছে৷ কারণ, বিরোধীদের ফায়দা দিতেই তিনি আজ সাংবাদিক সম্মেলন করেছেন৷ স্বাভাবিকভাবেই তাতে বিরোধীরা ইন্ধন পাবেন৷

সুব্রত বাবু আজ সাফ জানালেন, বিধায়ক সুদীপ রায় বর্মণ বিজেপির দলীয় শৃঙ্খলা অনুধাবন করতে পারেন না৷ তাই, দলের অনুমতি না নিয়েই সাংবাদিক সম্মেলন ডেকে বেফাস মন্তব্য করেছেন৷ শুধু তাই নয়, তিনি ব্যক্তি আক্রমণ করেছেন৷ সুব্রত-র কথায়, আজ নানা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ বাবু মুখ্যমন্ত্রীর দিকে আঙ্গুল তুলেছেন৷ তিনি বলেন, দলের সাথে দুরত্ব সুদীপ বাবুই তৈরী করেছেন৷ তাকে নির্বাচনের কাজে ডাকা হয় না বলে অভিযোগ করেছেন তিনি৷ অথচ, পুর নির্বাচনের কমিটিতে তিনি রয়েছেন৷ তাঁকে একাধিকবার ডাকা হলেই তিনি কখনই বৈঠকে যোগ দিতে আসেননি৷

এদিন সুব্রত চক্রবর্তী সাফ জানিয়েছেন, দলের নজরে সমস্ত বিষয় রয়েছে৷ তাই, পুর নির্বাচন সমাপ্ত হলেই সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ কারণ, তাঁর বিরুদ্ধে দলবিরোধী বহু কাজের অভিযোগ রয়েছে৷ সাথে তিনি যোগ করেন, সমস্ত অভিযোগের দল বিশ্লেষণ করছে৷ যথা সময়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *