BRAKING NEWS

নয়ডায় বাতাসের গুণগতমান বেড়ে ৪১৪, দিল্লি দূষণ-মুক্ত হচ্ছেই না

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): অদ্ভুত ধরনের দূষণ কাটছেই না দিল্লির বাতাস থেকে। তবে, সোমবারের হাওয়া দূষণ থেকে কিছুটা স্বস্তি দিয়েছে দিল্লিবাসীকে। এদিন ভোরে দিল্লির বাতাসে গুণগতমান ছিল ৩৫২, যা ‘খুব খারাপ’। দিল্লির থেকেও এদিন বেশি দূষিত ছিল উত্তর প্রদেশের নয়ডা। সেখান এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪১৪, যা ‘ভীষণ খারাপ’।

পরে হাওয়ার সুবাদে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কমে ৩০৭-এ পৌঁছয়। পাশাপাশি গুরুগ্রাম, গ্রেটার নয়ডা, ফরিদাবাদ ও নয়ডাতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কমে ৩১৮, ২১৩, ৩২৬ ও ২৬৮-তে পৌঁছয়। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৮.৩০ মিনিটে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। দূষণের কারণে দিল্লিতে আপাতত বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল, ২৬ নভেম্বর অবধি বন্ধ থাকবে সরকারি দফতর। পাশাপাশি জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য ধরনের ট্রাক ঢুকতে পারবে না দিল্লিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *