BRAKING NEWS

Involved : বিশালগড় উত্তম ভক্ত চৌমুনী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। নিজের স্কুটি নিয়ে বিশালগড় থেকে আগরতলার উদ্দেশ্যে যাবার পথে বিশালগড় উত্তম ভক্ত চৌমুনী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন এক ব্যক্তি। তাতে তিনি আহত হন। রাজ্যে পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কোনো না কোনো স্থানে পথদুর্ঘটনা ঘটে চলেছে। শনিবার উত্তম ভক্ত চৌমুহনীতে একটি গাড়ির ধাক্কায় স্কুটি নিয়ে ছিটকে পড়ে এক ব্যক্তির গুরুতরভাবে আহত হয়েছেন।ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকাল ১১ টা নাগাদ বিশালগড় থেকে আগরতলার উদ্দেশ্যে যাবার পথে উত্তম ভক্ত চৌমুহনী এলাকায় পেছন দিক থেকে গাড়ি সজোরে ধাক্কা মারে স্কুটিকে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে দুলাল পদক নামে স্কুটি চালক গুরুতর ভাবে আহত হন।


ব্যক্তির বয়স আনুমানিক 56 বছর।বাড়ি আগরতলা এলাকায়।
স্থানীয় পথ চলতি লোকেরা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদেরকে। তারা ছুটে গিয়ে আহত ব্যক্তিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে । দিনের-পর-দিন বিশালগড় বিভিন্ন জায়গায় ঘটে চলছে এ ধরনের দুর্ঘটনা। এদিকে বিশালগড় ট্রাফিক ইউনিটে দপ্তরে ফাঁকা হয়ে গেছে ।দুই একজন ছাড়া কোনো কর্মী নেই। সঠিক নজরদারির অভাবে রাস্তাঘাটে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পুলিশ দিনের পর দিন ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছে। স্থানীয় লোকেদের একটাই দাবি বিশালগড় ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *