One injured : সাত সকালে আবারও যান দুর্ঘটনা, আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।।সাত সকালে আবারও যান দুর্ঘটনার ঘটনা ঘটলো জামজুড়ি বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর কাকড়াবন রোডে T R 03F 8245 নাম্বারের বাইকটি উদয়পুর এর দিকে আসার সময় হঠাৎ জামজুড়ি বাজার গ্রামীণ ব্যাংকের সামনে আসা মাত্রই একটি গরু সামনে এসে পড়ে ।

গরুকে বাঁচাতে গিয়ে সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে বাইক সহ চালক অজয় ভদ্র। সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় কাকড়াবন অগ্নিনির্বাপক দপ্তরে । অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান । সে এখন গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অজয় ভদ্রের বাড়ি খিলপাড়া। বাইক চালক এর অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।