BRAKING NEWS

Employees of the power corporation were injured : বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে গুরুতরভাবে জখম বিদ্যুত নিগমের কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে গুরুতরভাবে জখম বিদ্যুত নিগমের কর্মী কার্তিক দাস জিবি হাসপাতালে উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় ছটফট করছে।এ বিষয়ে হেলদোল নেই বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের। অসহায় পরিবার সাহায্যের হাত বাড়ানোর জন্য বিদ্যুৎ নিগমর কর্মকর্তাদের কাছে কাতর আর্জি জানিয়েছে। দুর্গাপূজার প্রাকমুহুর্তে বিদ্যুৎ নিগমের খয়ের পুর ডিভিশন এর স্টাফ কার্তিক দাস লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার একটি হাত চিরতরে হারিয়েছেন। কিন্তু খয়ের পুর ডিভিশনের সিনিয়র ম্যানেজার, ডিজিএম এবং ম্যানাজার কার্তিক দাস এর সাহায্যের জন্য কোন পদক্ষেপ এখনো অব্দি নেননি । দপ্তর থেকে কোন সাহায্য করা হয়নি ।

জিবি হাসপাতালে শয্যায় কাতরাতে হচ্ছে কার্তিক দাসকে। ছটপট করতে হচ্ছে হাত কাটার যন্ত্রণা নিয়ে। কিন্তু এখন অব্দি সরকার কেন নীরব ভূমিকা পালন করছে কার্তিক দাসের সাহায্যর জন্য বোধগম্য হচ্ছে না কারণ তা বোধগম্য হচ্ছে না। সহকর্মীরা কিছু কিছু করে সাহায্য করে উনার হাতে সাড়ে ১০ হাজার টাকা তুলে দিয়েছেন । ইলেকট্রিক ডিপার্টমেন্টের স্টাফের অফারে স্পষ্ট লেখা রয়েছে ৫ বছর পূর্ণ হলে তাদেরকে রেগুলার করা হবে । কিন্তু এখন অব্দি ১৬ মাস অতিক্রান্ত হয়ে গেছে । প্রশ্ন উঠছে সরকারের নীরব ভূমিকায়। অবিলম্বে বিদ্যুৎ দপ্তর এর কর্মী কার্তিক দাসের জন্য প্রয়োজনীয় সরকারি সাহায্য প্রদানের দাবি উঠেছে। সরকারি উদাসীনতা এবং বিদ্যুৎকে গমের আধিকারিকদের দায়িত্বহীনতার কারণে কার্তিক দাসের মতো বিদ্যুৎকর্মী অর্থের অভাবে উপযুক্ত চিকিৎসা করাতে পারছে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *