নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র দু”টি গ্রাহক-কেন্দ্রিক কর্মদ্যোগ- আরবিআই রিটেইল ডাইরেক্ট স্কিম এবং রিজার্ভ ব্যাঙ্ক-ইন্টিগ্রেটেড ওমবডসম্যান স্কিমের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আরবিআই-এর দু”টি গ্রাহক-কেন্দ্রিক কর্মদ্যোগের সূচনা করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “আরবিআই রিটেইল ডাইরেক্ট স্কিম এবং রিজার্ভ ব্যাঙ্ক-ইন্টিগ্রেটেড ওমবডসম্যান স্কিমের সূচনা দেশে বিনিয়োগের সুযোগকে প্রসারিত করবে। এছাড়াও বিনিয়োগকারীদের জন্য ক্যাপিটাল মার্কেটের উপলব্ধি সহজ ও নিরাপদ করে তুলবে।” ভার্চুয়ালি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসও।
এদিন প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আরবিআই রিটেইল ডাইরেক্ট স্কিমের মাধ্যমে দেশের ছোট বিনিয়োগকারীরা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের একটি নিরাপদ মাধ্যম পেয়ে যাবেন এবং ইন্টিগ্রেটেড ওমবাডসম্যান স্কিমের সঙ্গে সঙ্গে ”এক দেশ, এক ওমবাডসম্যান ব্যবস্থা” পেয়ে গেল ব্যাঙ্কিং সেক্টর।” বিগত ৭ বছরে দেশের অর্থব্যবস্থা ও পাবলিক সেক্টর ব্যাঙ্কের ক্ষেত্রে কেন্দ্র কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “বিগত ৭ বছরে, এনপিএ (নন-পারফর্মিং অ্যাসেট) স্বচ্ছতার সঙ্গে স্বীকৃত হয়েছে। আর্থিক ব্যবস্থা এবং পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে একাধিক সংস্কার করা হয়েছে।”
2021-11-12