BRAKING NEWS

তামিলনাড়ুতে বৃষ্টিতে মৃত বেড়ে ১২, স্কুল-কলেজ বন্ধ ২৬টি জেলায়

চেন্নাই, ১০ নভেম্বর (হি.স.): অবিশ্রান্ত বর্ষণে বিপর্যস্ত চেন্নাই-সহ গোটা তামিলনাড়ু। গত শনিবার থেকে একটানা বৃষ্টির জেরে বুধবার পর্যন্ত তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে মোট ১২ জনের। বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি ৬০০-র বেশি কুঁড়েঘর ভেঙে গিয়েছে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ি। বুধবার তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে কে এস এস আর রামচন্দ্রণ জানিয়েছেন, “বৃষ্টিতে তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১২ জনের। এখনও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১১টি টিম, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৭টি টিম মোতায়েন করা হয়েছে।”

অবিরাম বৃষ্টিতে ফের স্তব্ধ হয়ে গিয়েছে চেন্নাই। গত কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই জলমগ্ন ছিল চেন্নাইয়ের বিভিন্ন প্রান্ত, এই পরিস্থিতিতে নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। জলে ডুবে গিয়েছে চেন্নাইয়ের বিভিন্ন এলাকা। কোথাও গাড়ি ডুবে গিয়েছে, কোথাও আবার বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে জল। যানবাহন চলাচলও বিঘ্নিত হয়েছে। বুধবার কুড্ডালোর, ভিলুপ্পুরম, শিবগঙ্গা, রমন্থপুরম ও কারাইকালে ভারী বৃষ্টি হয়েছে। ১১ নভেম্বর, বৃহস্পতিবার তিরুভাল্লুর, চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গালপাট্টু, ভিল্লুপুরম, তিরুভান্নামালাই-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তামিলনাড়ুর ২৬টি জেলায় এদিন বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল ও কলেজ। তামিলনাড়ুর পাশাপাশি ১১ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুদুচেরিতেও। তাই ১১ নভেম্বর পর্যন্ত পুদুচেরিতে বন্ধ থাকবে সমস্ত স্কুল ও কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *