কলকাতা, ৯ নভেম্বর (হি. স.) : শেষ মুহূর্তে আমন্ত্রণের প্রতিবাদে রাজ্যের বৈঠক বয়কট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ ব্যাপারে তিনি রাজ্যপাল জগদীপ ধনকরকে চিঠিও দিয়েছেন।
বৈঠকের আমন্ত্রনপত্র এবং রাজ্যপালকে লেখা চিঠি যুক্ত করে মঙ্গলবার শুভেন্দুবাবু টুইটে লেখেন, “রাজ্য তথ্য কমিশনারদের নিয়োগ সংক্রান্ত বৈঠকে যোগ দিতে পারব না। কারণ আমাকে কয়েক ঘন্টা আগে এই বৈঠকের বিষয়ে অবহিত করা হয়েছে। এই ধরনের বৈঠক করার কমপক্ষে ৭ দিন আগে বিজ্ঞপ্তি দেওয়া হয়। আমি পরের বার আশা করি, আগে থেকে এটা জানানো হবে। পশ্চিমবঙ্গ সরকার এবং এর কর্মীরা এই ধরনের সভা পরিচালনা করার আগে অনুসরণ করা নিয়মগুলি সম্পর্কে অন্যান্য রাজ্য থেকে নোট নিতে পারেন। অন্তত নির্বাচন কমিটির সদস্য হিসেবে আবেদনকারীদের নাম এবং নির্বাচনের মানদণ্ড সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া আমার অধিকার। “