BRAKING NEWS

সুমিত্রা থেকে পাসোয়ান, প্রাপকদের পদ্ম-পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): প্রাপকদের হাতে পদ্ম-পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মরণোত্তর পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রামবিলাসের ছেলে চিরাগ পাসোয়ান রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। মরণোত্তর পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গগৈয়ের স্ত্রী ডলি গগৈ রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। সমভুষন সম্মানে ভূষিত হয়েছেন লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন। এদিন রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণের পর সুমিত্রা মহাজন জানিয়েছেন, “এই সম্মানের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। মনে হচ্ছে বহু বছর পর আমার কাজ স্বীকৃতি পেল।”
পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে বিশিষ্ট সামাজিক কর্মী কৃষ্ণাম্মাল জগন্নাথন। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার পর তিনি জানিয়েছেন, “রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নিয়ে আমি ভীষণ খুশি। এই প্রাপ্তি সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়তে আমাকে উদ্বুদ্ধ করবে।” সমাজকল্যাণ মূলক কাজের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেছেন লাদাখের চুলটিম ছোনজোর। তিনি নিজেই লাদাখের রামজাক থেকে কার্গিয়াক গ্রাম পর্যন্ত ৪০ কিলোমিটার প্রসারিত এনপিডি সড়ক নির্মাণ করেছেন। পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন আদিবাসী মহিলা ভুরি বাই। তিনি জানিয়েছেন, “আমি ছোটবেলা থেকেই ছবি আঁকার সঙ্গে যুক্ত। আমি যখন একজন শ্রমিক হিসাবে কাজ শুরু করি, তখন আমার নিয়োগকর্তা আমাকে মাটির দেওয়াল থেকে ক্যানভাসে লোকশিল্প স্থানান্তর করতে উৎসাহিত করেছিলেন। বিদেশে আমার আঁকা ছবি বিক্রি হয়। এই সম্মানের জন্য খুশি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *