Students locked the school : শিক্ষক বদলীর প্রতিবাদে বিদ্যালয়ে তালা দিল ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ রহিমপুর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাএছাএীরা শিক্ষক সঞ্জিত দেবনাথকে বদলি করার প্রতিবাদে সুকল গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং সুকল গেটের সামনে বক্সনগর টু রহিমপুর সড়ক অবরোধ করে৷


রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর প্রতিবাদে সুকল গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছে৷ তারা সুকল সংলগ্ণ এলাকায় বক্সনগর রহিমপুর সড়ক অবরোধ করে৷
সুকলের ছাএছাএীদের দাবি তাদের শিক্ষক সঞ্জিত দেবনাথ পিওর সাইন্স এর এক জন ভালো শিক্ষক ছিলেন৷তাকে এই সুকলে রাখতে হবে৷ না হলে তারা সুকল গেইটের তালা খুলবো না৷ রাস্তা অবরোধ করে রাখবে৷ অবরোধের ফলে দু পাশে প্রচুর যানবাহন আটকে পড়ে৷ তাতে দুভর্োগ চরমে আকার ধারন করে৷ প্রসঙ্গত, প্রায়ই শিক্ষক বদলী নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়৷ তাতে বিক্ষোভ প্রদর্শন ও সুকলে তালা দেয়া হচ্ছে৷ ফলে সুকলের পঠন পাঠল লাটে উঠছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *