BRAKING NEWS

অযোধ্যার দীপোৎসবে এবার ১২ লক্ষ প্রদীপে সাজবে, খরচ হবে ৩৬ লক্ষ লিটার তেল

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স) : প্রদীপের নানা সাজে এবার সেজে উঠবে অযোধ্যা। আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার ৯ লক্ষ প্রদীপের আলোয় মাতোয়ারা হতে চলেছে অযোধ্যা। যেটা হলে বিশ্বরেকর্ড হয়ে যাবে। সব মিলিয়ে রাম জন্মভূমির অযোধ্যা মেতেছে আলোর উত্‍সবে। অযোধ্যার সাকেত কলেজ থেকে রাম কথা পার্কে চলছে মিছিল। তিনি উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেই শুরু করেছিলেন দীপোৎসব। অযোধ্যায় রাম কি পৌরি ঘাটে সেবার জ্বালানো হয়েছিল ১ লক্ষ ৮০ হাজার প্রদীপ। পরের বছর রাজ্যে ভোট। সরকারিভাবে এটাই যোগী আদিত্যনাথের প্রথম দফার সরকারের শেষ বছর। এই বছরটায় একটু বিশেষভাবে দীপাবলি পালন করতে চান মুখ্যমন্ত্রী। তাই অযোধ্যায় জ্বালানো হবে ১২ লক্ষ প্রদীপ। খরচ হবে ৩৬ লক্ষ লিটার তেল।


পৌরাণিকভাবে কথিত আছে, ১৪ বছর বনবাসের শেষে রাবণ বধ করে কার্তিক মাসের অমাবস্যার দিনেই অযোধ্যায় ফিরেছিলেন রামচন্দ্র। তাঁকে স্বাগত জানাতে ঘরে ঘরে দ্বীপ জ্বালিয়েছিলেন অযোধ্যাবাসী। সেই দীপাবলির সূচনা। ২০১৭ সালে উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেই রাম কি পৌরি ঘাটে দীপোৎসবের সূচনা করেন যোগী আদিত্যনাথ। সে বছর লক্ষাধিক প্রদীপ জ্বলেছিল। ২০১৮ সালে ৩ লক্ষ ০১ হাজার ১৫২টি, ২০১৯ সালে ৫ লক্ষ ৫০ হাজার প্রদীপ জ্বালানো হয়। ২০২০ সালে সংখ্যাটা আরও বেড়ে যায়। ৫ লক্ষ ৫১ হাজার প্রদীপ জ্বালানো হয়। এবার অযোধ্যায় রাম কি পৌরিতে ন’‌ লক্ষ প্রদীপ জ্বালানো হবে। বাকি অযোধ্যায় জ্বলবে তিন লক্ষ প্রদীপ। গণনা করবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস–এর দল।


বুধবার সারা দিনই রাম জন্মভূমিতে থাকছে কর্মসূচি। সকাল ১০টায় রামের শোভাযাত্রা বের করা হবে। এটি সাকেত কলেজ থেকে শুরু হয়ে রামকথা পার্কে পৌঁছবে। উপস্থিত থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন। দীপোৎসবে ৪৫ জন স্বেচ্ছাসেবক থাকবেন। তা ছাড়াও রাম মনোহর লোহিয়া, আওধ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, ১৫টি বিশ্ববিদ্যালয়, ৫টি কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেব যোগ দেবেন। এই সংখ্যাটা প্রায় ১২ হাজার। যদিও এই দুর্মূল্যের বাজারে এত পরিমাণ তেল খরচ নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *