সোনা-পাচার মামলা : স্বপ্না সুরেশকে জামিন দিল কেরল হাইকোর্ট

তিরুবনন্তপুরম, ২ নভেম্বর (হি.স.): কেরল সোনা-পাচার মামলায় জামিন পেয়ে গেল প্রধান অভিযুক্ত স্বপ্না সুরেশ। মঙ্গলবার স্বপ্না সুরেশকে জামিন দিয়েছে কেরল হাইকোর্ট। ২৫ লক্ষ টাকার জামিন বন্ড ও ২টি সলভেন্ট সিউরিটিতে স্বপ্না সুরেশকে জামিন দিয়েছে কেরল হাইকোর্ট। জামিন পাওয়ায় প্রায় ১৪ মাস পর জেল থেকে বেরোবেন স্বপ্না সুরেশ। স্বপ্না সুরেশ ছাড়াও পি এস সরিথ, মহম্মদ সফি পি, এ এম জালাল, রবিন্স হামিদ, রামীস কে টি, শারাফুদ্দিন কে টি এবং মহম্মদ আলিকে জামিন দিয়েছে কেরল হাইকোর্টের বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি সি জয়চন্দ্রনের ডিভিশন বেঞ্চ।

আরব থেকে কেরলে সোনা পাচারের ঘটনায় অভিযুক্ত স্বপ্না সুরেশকে ২০২০ সালের জুলাই মাসে গ্রেফতার করেছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এই মামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে দেওয়া হয়। ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (১৯৬৭)-এর ১৬, ১৭ এবং ১৮ ধারায় মামলা রুজু করা হয়। প্রসঙ্গত, তিরুবনন্তপুরমে আরব আমিরশাহি দূতাবাসেই লিয়াজোঁ অফিসার পদে ছিলেন স্বপ্না। তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দফতরের তথ্যপ্রযুক্তি প্রচার সংক্রান্ত বিষয়টিও সামলাতেন। কেরল তথ্য-প্রযুক্তি দফতরের সঙ্গে যুক্ত একটি সরকার নিয়ন্ত্রিত সংস্থার মার্কেটিং অফিসারের দায়িত্বেও ছিলেন তিনি।