নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে সমস্ত ক্লাসের জন্য উন্মুক্ত হয়ে গেল স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষাঙ্গন আগেই খুলেছিল, কিন্তু সোমবার থেকে সমস্ত ক্লাসের পঠনপাঠনের জন্য স্কুল খুলে গিয়েছে দিল্লিতে। এদিন সকালেই দিল্লির বিনোদ নগরের রাজকিয়া সর্বোদয় বাল/কন্যা বিদ্যালয়, রাজ নিবাস মার্গের রাজকিয়া প্রতিভা বিকাশ বিদ্যালয়, লোধি রোডের এয়ার ফোর্স বালভারতী স্কুল-সহ প্রায় সমস্ত স্কুলই সমস্ত ক্লাসের জন্য খুলে দেওয়া হয়েছে। দীর্ঘ দিন পর শিক্ষাঙ্গনে সমস্ত ক্লাসের ছাত্র-ছাত্রীদের দেখে খুশি প্রকাশ করেছেন দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া। এদিন সকালে বিনোদ নগরের রাজকিয়া সর্বোদয় বাল/কন্যা বিদ্যালয়ে যান সিসোদিয়া। সেই স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলার পর তিনি বলেছেন, “স্কুল পুনরায় খুলে যাওয়ায় ভীষণ আনন্দিত, বিশেষ করে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হওয়ায় খুশি। সমস্ত করোনা-প্রটোকল মেনে চলা হচ্ছে।”
সরকারি স্কুলগুলি এদিন খুলে গেলেও, বহু বেসরকারি স্কুল এদিনও খোলেনি। দীপাবলির পর স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে অনেক বেসরকারি স্কুল। এদিন স্কুলে ঢোকার আগে সমস্ত ছাত্র-ছাত্রী মাস্ক পরে রয়েছে কি-না তা নিশ্চিত করা হয়, থার্মাল স্ক্যানিং করা হয়। দিল্লিতে করোনাভাইরাসের সংক্ৰমণ কমতেই, গত ১ সেপ্টেম্বর থেকে দিল্লিতে খুলে দেওয়া হয় নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল। ওই দিন থেকেই খুলেছিল কোচিং ইনস্টিটিউটও। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠনপাঠন বন্ধ ছিল। যা শুরু হল সোমবার থেকে।
2021-11-01