ভারতে করোনা-সংক্ৰমণ কমে ১২,৫১৪, কোভিডে মৃত্যু আরও ২৫১ জনের

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের সংক্ৰমণ অনেকটাই কমে গেল, মৃত্যুর সংখ্যাও ৩০০-র গণ্ডির মধ্যে রয়েছে। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫১৪ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ২৫১ জনের। রবিবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১২,৭১৮ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৮.২০ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১,৫৮,৮১৭ জন (২৪৮ দিনের মধ্যে সর্বনিম্ন), বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ৪৫৫।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১২,৫১৪ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৪২ লক্ষ ৮৫ হাজার ৮১৪ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৪৬ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১২ লক্ষ ৭৭ হাজার ৫৪২ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ১,০৬,৩১,২৪,২০৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৫১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৫৮,৪৩৭ জন (১.৩৪ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা ফের অনেকটাই বাড়ছে, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১২,৭১৮ জন। ফলে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৬,৬৮,৫৬০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.২০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *