নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ এক পশুপ্রেমী যুবক নিজের টাকা বিনিময় বিরল প্রজাতির পেঁচা তেলিয়ামুড়া বনদপ্তরের হাতে তুলে দেয়৷ ঘটনা সোমবার তেলিয়ামুড়া হাট বারের দিনে তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তর কার্যালয় সংলগ্ণ এলাকায়৷ জানা যায়, এক উপজাতি ব্যাক্তি মুঙ্গিয়াকামী এলাকার কোন এক রিয়াং পাড়া থেকে বার্ন আওয়েল নামের একটি বিরল প্রজাতির পেঁচা ১৫০ টাকার বিনিময়ে কিনে তার বাড়ি নিয়ে যাচ্ছিল পেঁচাটিকে প্রতিপালন করার উদ্দেশ্যে৷
এমন সময় পশুপ্রেমী ওই যুবক হঠাৎ প্রত্যক্ষ করে যে এক উপজাতি ব্যাক্তি খাঁচার মধ্যে বন্দী করে কোন একটা কিছু নিয়ে যাচ্ছে৷ এ ঘটনা প্রত্যক্ষ করে স্বরূপ রায় ওই উপজাতি ব্যাক্তিকে তেলিয়ামুড়া বাজার থেকে পিছু পিছু তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তর কার্যালয় সংলগ্ণ এলাকায় আসে৷ তখন ওই ব্যাক্তিকে জিজ্ঞেস করতেই জৈনক ওই ব্যাক্তি জানায়, সে ১৫০ টাকার বিনিময়ে রিয়াং পাড়া থেকে এই বিরল প্রজাতির পেঁচাটিকে কিনে নিয়ে এসেছে৷ তখন ওই ব্যাক্তির কাছ থেকে ২০০ টাকার বিনিময়ে এই বিরল প্রজাতির পেঁচাটিকে কিনে তেলিয়ামুড়া বনদপ্তরে খবর দেয়৷ তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে এই বিরল প্রজাতির পেঁচাটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া বনদপ্তর কার্যালয়ে নিয়ে যায়৷ এ প্রসঙ্গে তেলিয়ামুড়া বনদপ্তরের এক ফরেস্টার জানান, এই প্রজাতির পেঁচা টির নাম বার্ন আওয়েল৷ এটি মূলত ত্রিপুরা রাজ্যে বিরল প্রজাতির৷ ত্রিপুরাতে এই ধরনের পেঁচা খুব কমই দেখা যায়৷ বিগত কয়েক দশক পূর্বে এই ধরনের পেঁচা দেখা যেত আঠারমুড়া পাহাড়ে৷

