BRAKING NEWS

Deputation to Ambasa police station : আসামি গ্রেপ্তারের দাবিতে ভারতীয় মজদুর সংঘের তরফে ডেপুটেশন আমবাসা থানায়

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৩০ আগস্ট।। বাবুল দাসের মৃত্যুর কারণ ও আসামি গ্রেপ্তারের দাবিতে ভারতীয় মজদুর সংঘের তরফে ডেপুটেশন প্রদান করা হয়েছে আমবাসা থানায়। মঙ্গলবার সাতসকালে আমবাসা থানাধীন চান্দ্রাইছড়া এলাকায় একটি বৈদ্যুতিক পিলারের পাশ থেকে বাবুল দাস নামে কেকমাছড়ার এক গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার হয়েছিল । মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল । পরিবারের লোকের অভিযোগ এটি একটি পরিকল্পিত খুন।

এরই পরিপ্রেক্ষিতে আমবাসা থানায় একটি অভিযোগ করে। অভিযোগের পরিপেক্ষিতে পুলিশের তরফে পোস্ট মর্টেম রিপোর্ট না আসায় কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি । এই মৃত্যুর কারণ জানাতে দাবি জানানো। বি এম এস এর তরফে আজ বিএমএস এর শাখা সংগঠন গুলি আমবাসা থানায় ডেপুটেশন প্রদান করে । ডেপুটেশনের মাধ্যমে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবি জানায়। ২৪ ঘন্টার মধ্যে মৃত্যুর সঠিক কারণ না বের করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত ওয়া হবে বলে জানায় বিএমএস নেতাা সন্তুষ দে। অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *