BRAKING NEWS

নিয়মিতকরণের আর্জি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ সর্ব শিক্ষার শিক্ষকরা

আগরতলা, ২৬ আগস্ট (হি. স.) : নিয়মিতকরণের আবেদন নিয়ে এবার প্রধানমন্ত্রীর দরজায় কড়া নাড়লেন সর্ব শিক্ষার শিক্ষকরা। আজ সর্ব শিক্ষার শিক্ষক সংগঠনের সভাপতি সজল দেব প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ইমেলে চিঠি পাঠিয়ে নিয়মিতকরণে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। ওই চিঠির প্রতিলিপি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা সহ অন্যান্যদের দিয়েছেন তিনি। তাতে, প্রাক নির্বাচনী বিজেপির ভিশন ডকুমেন্টের প্রতিলিপি জুড়ে দিয়েছেন।


প্রসঙ্গত, ত্রিপুরা হাই কোর্ট সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের নির্দেশ দিয়েছিল ত্রিপুরা সরকারকে। ছয় মাসের মধ্যে ওই আদেশ পালনের নির্দেশ রয়েছে আদালতের। কিন্ত, ছয় মাস অতিক্রান্ত হলেও ত্রিপুরা সরকার সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে কোন সিদ্ধান্ত নেয়নি। ফলে, তাঁরা চরম হতাশাগ্রস্ত এবং অসন্তষ্ট হয়েছেন।


আজ সর্ব শিক্ষার শিক্ষক সংগঠনের সভাপতি সজল দেব এ-বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করে চিঠি পাঠিয়েছেন। তাতে, তিনি ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি এবং আদালতের রায়ের উল্লেখ করেছেন। তিনি সমস্ত বিষয় প্রধানমন্ত্রীর কাছে সবিস্তারে জানিয়েছেন। ওই চিঠির প্রতিলিপি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষ, বিজেপি প্রভারী সাংসদ বিনোদ সোনকর, বিজেপি সর্ব ভারতীয় সম্পাদক সুনীল দেওধর এবং বিজেপি প্রদেশ সভাপতি ডা: মানিক সাহাকে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *