BRAKING NEWS

Sports in Agartala have been spread : আগরতলার মধ্যে খেলাধূলা সীমাবদ্ধ না রেখে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেয়া হয়েছে : ক্রীড়ামন্ত্রী স্কুল

আগরতলা, ২৬ আগস্ট : ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা আজ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব৷ সভায় আলোচনায় অংশ নিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, গতকাল ২৯ সদস্য বিশিষ্ট ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে৷ রাজ্যে এখন করোনার প্রভাব হাস পেয়েছে৷ সুকল ও কলেজ খুলেছে৷

আগামীদিনে নতুন দিশা নিয়ে ফুটবল, কবাডি, ভলিবল, টেবিল টেনিস, খো-খো এবং অন্যান্য খেলাধূলা কিভাবে করা যায় সেলক্ষ্যে কাজ করা হবে৷ ক্রীড়ামন্ত্রী বলেন, রাজ্যে শুধু আগরতলার মধ্যে খেলাধূলা সীমাবদ্ধ না রেখে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেয়া হয়েছে৷ ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে ৪ জন বিদেশী ও ৮ জন দেশীয় মোট ১২ জন ফুটবল কোচকে বিভিন্ন জেলায় পাঠানো হবে৷ উদয়পুরের সুুইমিং পুলের আধুনিকিকরণ করা হবে৷ কৈলাসহরে ওপেন জিম করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এবছর দক্ষিণ জেলায় রাজ্যভিত্তিক খো-খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ তিনি বলেন, বাধারঘাটে ১৮ লক্ষ টাকা ব্যয়ে জাতীয় পর্যায়ের সুুইমিং পুল তেরী করা হয়েছে৷ বাধারঘাটের সিন্থেটিক অ্যাথলেটিক গ্রাউণ্ডের কাজ এক বছরের মধ্যে সম্পন্ন করা হবে৷ উদয়পুরে ৪ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে একটি আন্তর্জাতিক মানের সিন্থেটিক ফুটবল মাঠ তৈরী করা হয়েছে৷ সভায় ক্রীড়ামন্ত্রী শ্রীদেব বলেন, আগরতলাতেও সিন্থেটিক ফুটবল মাঠ তৈরী করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে৷


সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি তথা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জেলা চেয়ারম্যান অন্তরা সরকার দেব, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস, দক্ষিণ জেলার সভাধিপতি কাকলি দাস দত্ত, ধলাই জেলার সভাধিপতি রুবি ঘোষ গোপ, গোমতী জেলার সভাধিপতি স্বপন অধিকারী, খোয়াই জেলার সভাধিপতি জয়দেব দেববর্মা, দ্রোনাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ বিশ্বেশ্বর নন্দী, পদ্মশ্রী ড. দীপা কর্মকার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুুবিকাশ দেববর্মা, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব দিব্যেন্দ দত্ত রাজ্যের খেলাধূলার মান উন্নয়ন নিয়ে অভিমত ব্যক্ত করেন৷

সভায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব শরদিন্দ চৌধুরী বলেন, রাজ্যে এখন ২০৬টি কোচিং সেন্টার রয়েছে৷ এবছর দিব্যাঙ্গজনদের জন্যও বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হবে৷ তাছাড়াও স্কুল ক্রীড়ার জন্য ২০২১-২২ অর্থবছরের একটি অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়েছে৷ সভার শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশানের মাধ্যমে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন বোর্ডের সাধারণ সম্পাদক পাইমং মগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *