BRAKING NEWS

Joinig at trinamool : রাজ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট।। রাজ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রয়েছে। মঙ্গলবার আগরতলায় তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক দীপক রায় চৌধুরী সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে। প্রতিদিন রাজ্যের কোন না কোন স্থানে যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার আগরতলায় লালবাহাদুর সংঘ সংলগ্ন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক এর বাসভবনে যোগদান সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের বৈশিষ্ট্য সাংস্কৃতিক সংগঠক দীপক রায় চৌধুরীর দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন পশ্চিমবঙ্গের সাংসদ তৃণমূল নেতা ডক্টর শান্তনু সেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুবল ভৌমিক। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের সাংসদ ডঃ শান্তনু সেন বলেন ত্রিপুরার মাটি মা মাটির মানুষের মাটি। ত্রিপুরা মমতাময় হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে যে ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে চলেছে এবং যেভাবে আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা হচ্ছে তা গণতান্ত্রিক ব্যবস্থায় মেনে নেওয়া যায় না বলেও তিনি উল্লেখ করেন। বিভিন্ন স্থানে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ওপর হামলা দমন-পীড়ন চালানো হচ্ছে তা রাজ্যের শান্তিকামী জনগণ কোনভাবেই মেনে নেবেন না। বিধানসভা নির্বাচনে রাজ্যের শান্তিকামী গণতন্ত্রপ্রিয় জনগণ এসবের যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছেন বলেও তিনি জানান।তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ ও নেতারা ত্রিপুরায় ছুটে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *