নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২২ আগস্ট৷৷ নিজের ছেলের বউয়ের মিথ্যা ধর্ষণের মামলার ভয় ও আত্মসম্মানে হাত থেকে বাঁচতে ফাঁসি লেগে আত্নঘাতী হওয়ার পথ বেছে নিতে হলো অসহায় এক বৃদ্ধ শ্বশুরকে৷মৃত শ্বশুরের নাম সুধীর দেবনাথ (৬৫)৷ চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে ধর্মনগর থানাধীন শ্রীপুর এলাকায়৷ ধর্মনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷ সাথে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷
ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার সদর ধর্মনগর থানাধীন শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের হাফলং এলাকার বাসিন্দা সুধীর দেবনাথের ছেলের বউ চঞ্চলা দেবনাথ বিয়ের পর থেকে আলাদা থাকতো৷ছেলে সুকান্ত দেবনাথ পরিবারের অশান্তির কথা চিন্তা করে স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতেও থেকেছিল৷ কিন্তু সম্প্রতি গত মঙ্গলবার সম্পূর্ণ ভিত্তিহীনভাবে পুত্রবধূ চঞ্চলা দেবনাথ নিজের শ্বশুর সুধীর দেবনাথের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা রুজু করে৷ ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগের পর স্থানীয় পুলিশ সুধীর দেবনাথের বাড়িতে গিয়ে থানায় আসার কথা বলে আসে৷ পুত্রবধূর এমন ন্যক্কারজনক ভিত্তিহীন ধর্ষণের মামলার ভয় ও আত্মসম্মানে ফাঁসি লেগে আত্মহত্যার পথ বেঁচে নিতে হয় হতভাগা বৃদ্ধ শ্বশুরকে৷
গতকাল সকাল বেলা শশুর সুধীর দেবনাথ(৬৫) বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেননি৷ সুধীর দেবনাথের পরিবারের লোকজন এদিক-ওদিক খোঁজাখুঁজি করে দেখতে পান বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে ফাঁস লেগে আত্মহত্যা করেছেন গৃহস্থ সুধীর দেবনাথ৷খবর দেওয়া হয় ধর্মনগর থানায়৷ ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে৷ পাশাপাশি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷তাছাড়া আজ মৃতদেহ ময়নাতদন্তের পর সুধীর দেবনাথের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ এদিকে মৃত সুধীর দেবনাথের স্ত্রী, ছেলে সুকান্ত দেবনাথ সহ শ্রীপুর এলাকার জনগণ এই ঘটনায় দায়ী পুত্রবধূ চঞ্চলা দেবনাথের কঠোর শাস্তির দাবি তুলেছেন৷এখন দেখার বিষয় পুলিশ কতটুকু সুষ্ঠু তদন্ত চালায়৷পাশাপাশি পুত্রবধূর মিথ্যা ধর্ষনের মামলার ভয় ও আত্মসম্মানে হাত থেকে বাঁচতে বৃদ্ধ শ্বশুর ফাঁসি লেগে আত্মহত্যা করায় গোটা শ্রীপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে