বেঙ্গালুরুতে ফুড ফ্যাক্টরিতে বয়লার ফেটে বিস্ফোরণ, বিহারের দুই কর্মীর মৃত্যু

বেঙ্গালুরু, ২৩ আগস্ট (হি.স.): বেঙ্গালুরুতে ফুড ফ্যাক্টরিতে বয়লার ফেটে প্রাণ হারালেন বিহারের বাসিন্দা দুই পুরুষ কর্মী। সোমবার বেঙ্গালুরুর মগদি রোডে অবস্থিত একটি ফুড ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে দুই পুরুষ কর্মীর মৃত্যু হয়েছে, দুই মহিলা-সহ ৩ জন আহত হয়েছেন।

বেঙ্গালুরুর ডিসিপি (পশ্চিম) সঞ্জীব পাতিল জানিয়েছেন, সোমবার বেঙ্গালুরুর মগদি রোডে অবস্থিত এম এম ফুড ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে দুই পুরুষ কর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের বাড়ি বিহারে। দুই মহিলা-সহ ৩ জন আহত হয়েছেন।