30,946 people were infected with corona : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩০,৯৪৮ জন, মৃত্যু ৪০৩ জনের

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : ক্রমশ নামছে দেশের করোনা গ্রাফ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৩০ হাজার ৯৪৮ জন। যা কিনা আগের দিনের তুলনায় ১০ শতাংশ কম। গত ২৪ ঘন্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৪০৩ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৮৭ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লাখ ২৪ হাজার ২৩৪ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৩৬ হাজার ৪৬৯ জন। বর্তমানে চিকিত্‍সা চলছে ৩ লাখ ৫৩ হাজার ৩৯৮ জনের। করোনায় দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৩৬৭ জন।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে মোট ৫৮ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৩৭৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল প্রায় সাড়ে ৫২ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।
বিশ্বে ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৬৬ জনের, আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার মানুষ। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ২৫৯ জন। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৩৬ হাজার ৬৪২ জনের। সুস্থ হয়েছেন ১৮ কোটি ৯৭ লাখের বেশি মানুষ।