BRAKING NEWS

দ্বিতীয় ডোজের পরে দেশে কোভিড আক্রান্ত ৮৬ হাজারের বেশি, তাঁদের ৪৬ শতাংশই কেরলের

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.) : কোভিড ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার পরেও ওই রোগে সংক্রমিত হচ্ছেন বহু মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, দু’টি ডোজ নেওয়ার পরে দেশে প্রায় ৮৭ হাজার মানুষ কোভিড পজিটিভ হয়েছেন। কেরলে একটি ডোজ নেওয়ার পরে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার মানুষ। দু’টি ডোজ নেওয়ার পরে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার জন। কেরলে যেভাবে দৈনিক সংক্রমণ বাড়ছে, তাতে উদ্বিগ্ন হয়েছে স্বাস্থ্যমন্ত্রক। যাঁরা দু’টি ডোজ নেওয়ার পরে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ২০০ জনের জিনোম সিকোয়েনসিং করা হয়েছে। কিন্তু কোভিডের কোনও নতুন ভ্যারিয়ান্ট ধরা পড়েনি।

দেশে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের আগে ডেল্টা ভ্যারিয়ান্ট সৃষ্টি হয়েছিল। এখন নতুন কোনও ভ্যারিয়ান্ট দেখা দিচ্ছে কিনা, সেদিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা। কারণ নতুন ভ্যারিয়ান্টের মাধ্যমে তৃতীয় ঢেউ আসতে পারে। কেরলের ওয়ানাড়ে ১০০ শতাংশ মানুষকেই ভ্যাকসিন দেওয়া হয়েছে। সেখানেও অনেকে কোভিড পজিটিভ হয়েছেন। কেরলে মঙ্গলবার ২১ হাজার ৪২৭ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ১৭৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *