BRAKING NEWS

Strict security measures have been taken : স্বাধীনতা দিবসকে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।। স্বাধীনতা দিবসকে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায়। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ।বলা চলে রাজ্যের বড় একটা অংশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত। ভারত -বাংলাদেশের মধ্যে সার্বিক দিক দিয়ে বন্ধুত্ব পূর্ন সম্পর্ক থাকলেও মাঝে মধ্যে সীমান্ত এলাকা গুলিতে বিভিন্ন কারনে সমস্যা সৃষ্টি হতে দেখা যায়।

ভারত -বাংলাদেশ দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অবৈধভাবে পারাপারকরতে গিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে ধরা পরার মত ঘটনাও প্রায়ই শোনা যায়। এদিকে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন মাদক সামগ্রী সহ গবাধি পশু পাচারের মত ঘটনা প্রায়ই ঘটে থাকে । পাচারকালে মাদক সামগ্রী, গবাধি পশু সহ পাচারকারীরা বি এস এফ এর হাঁতে ধরাও পড়ছে। সীমান্ত এলাকায় বাংলাদেশী চোরের উপদ্রবও রয়েছে ।রাতের আধারে সীমান্ত পেরিয়ে ভারতে এসে সীমান্ত এলাকায় চূরি করে পালিয়ে যায় চোরের দল।বিগত কয়েকদিন পূর্বেই ধর্মনগর মহকুমার রাগনা এলাকায় সীমান্ত সুরক্ষা বাহিনীর গুলিতে নিহত হয়েছে এক বাংলাদেশি চোর। তবে সব চাইতে চিন্তার বিষয় হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে জঙ্গি আনাগোনা। শোনা যায় ওপারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পাহাড় জঙ্গলে জঙ্গিদের ক্যাম্প রয়েছে । সেই ক্যাম্পে জঙ্গিরা প্রশিক্ষণও নেয়।


কট্টর জঙ্গিরা সীমান্ত পার করে ভারতে প্রবেশ করে রাজ্যে অপহরন থেকে শুরু করে নানান সমস্যা সৃষ্টি করে ।মাত্র কয়েকদিন আগেই রাজ্যের ছামনু এলাকাতে জঙ্গিদের সাথে গুলাগুলিতে
দুইজন বি এস এফ জওয়ান শহিদ হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দেখা দেয় গোটা রাজ্যে ।বিষেশ করে সীমান্ত এলাকায় আবাসিকদের মধ্যে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে।


রাত পোহালেই ১৫ই আগস্ট স্বাধীনতা দীবস।এবার ৭৫ তম স্বাধীনতা দীবসকে সামনে রেখে রাজ্যের ভারত- বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি ও নিরাপত্তার চাদরের মোড়ে দেওয়া হয়েছে । সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বি এস এফ এর জাওয়ানরা ২৪ ঘন্টা কড়া নজদারী রেখে চলছে সীমান্তে। স্বাধীনতা দিবসের প্রাক মুহুর্তে জঙ্গিদের সাথে গুলাগুলিতে সীমান্ত সুরক্ষা বাহিনীর দুই জওয়ান শহিদ হওয়াতে রাজ্যের সীমান্ত এলাকা গুলিতে আরো নজরদারী বাড়িয়ে দিয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা।দিন রাত ২৪ ঘণ্টা সীমান্তে চলছে প্রহরা।বিভিন্ন জেলার সাথে উত্তর জেলার ইয়াকুবনগর , রাগনা সহ বেশ কিছু জায়গায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। রয়েছে কাঁটাতারের বেড়াও । এই সীমান্ত গুলির প্রহরার দায়িত্বে

রয়েছে পানিসাগরে বি এস এফ সেক্টর হেড কোয়াটারের জওয়ানরা । সীমান্তে টহলদারি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সেক্টর হেডকোয়াটারের ডি আই জি রাজিব দুয়া বিস্তারিত তথ্য জানান।স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সন্ত্রাসবাদীরা যাতে কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ সংগঠিত করতে না পারে সেজন্য আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *