নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। বৃহস্পতিবার সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে ১২ দফা দাবির ভিত্তিতে খোয়াই শহরে মিছিল করা হয়। ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে খোয়াই শহরে সিপিআইএমের সাড়া জাগানো মিছিল সংঘটিত হয়েছে বৃহস্পতিবার। এদিন দুপুরে সিপিআইএম খোয়াই জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে মহারাজগঞ্জ বাজার, নৃপেন চক্রবর্তী এভিনিউ, হাসপাতাল চৌমুহনী, খোয়াই এয়ারপোর্ট রোড হয়ে, জিপ স্ট্যান্ড , খোয়াই শহর পরিক্রমা করে লালছড়া, শ্রীনাথ বিদ্যানিকেতন এলাকা পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয় সামনে এসে মিছিল সমাপ্ত হয়।
এদিনের মিছিলে কর্মী সমর্থকদের সাথে পায়ে পা মেলান প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী, স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাস, পদ্ম কুমার দেববর্মা সহ অন্যান্যরা। মিছিলে অংশ নিয়ে প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী বলেন ১২ দফা দাবিতে আজ থেকে রাজ্যজুড়ে আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। তিনি বলেন এই ১২ দফা দাবি শুধু দাবিই নয়, বিপ্লব দেবের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে চার্জশিট এবং ক্ষমতাচ্যুত করার লড়াই। নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি তারা দিয়েছিল কোন প্রতিশ্রুতি এখন পর্যন্ত পালন করেনি বলে তিনি অভিযোগ করেন। ত্রিপুরা রাজ্যের মানুষকে প্রতারিত করে তারা ভোট আদায় করে ক্ষমতায় এসেছে বলেও তিনি অভিযোগ করেন। বিপ্লব দেবের নেতৃত্বাধীন সরকার সাড়ে তিন বছর অতিক্রম করলেও মানুষের আশা-আকাঙ্খা পূরণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ।
তিনি আরো অভিযোগ করেন যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি পালন করার বদলে বিপরীতমুখী কাজকর্ম করে চলেছে বর্তমান বিজেপির নেতৃত্বাধীন সরকার। বিজেপির সব প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এবং কার্যকলাপের কারণে মানুষ দুঃখ কষ্টে জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। বিজেপির নেতৃত্বাধীন সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী বলেন তাদের দেওয়া প্রতিশ্রুতি অবিলম্বে তারা যেন পূরণ করে। অন্যথায় পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতেও তিনি আহ্বান জানিয়েছেন। রাজ্যের মানুষ প্রতিশ্রুতি খেলাপের যোগ্য জবাব দিতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। সরকার পরিবর্তনের পর খোয়াই শহরে এটি সিপিএমের সবচেয়ে বড় মিছিল বলে দাবি করা হয়েছে।

