National Handloom Day : সারা দেশের পাশাপাশি পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও ন্যাশনাল হান্ডলুম ডে পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। গোমতী জেলার উদয়পুরের আঠারোভোলা জলেমা বসন্ত হায়ার সেকেন্ডারি স্কুলে নাবার্ড এর উদ্যোগে নেশনাল হান্ডলুম ডে পালিত হয়েছে। অনুষ্ঠানে মহিলা তাঁত শিল্পীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে তাঁত শিল্পীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।


শনিবার ৭ ই আগস্ট ন্যাশনাল হান্ডলুম ডে। সারা দেশের পাশাপাশি পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও দিনটি পালিত হয়। হস্ত তাঁতশিল্পে রাজ্যের বহু পুরনো ইতিহাস থাকলেও, কালের বিবর্তনে এবং আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে এই শিল্প। বাজারে স্বল্প মূল্যে রেডিমেড পোশাকের আমদানি এবং ক্রেতাদের বিদেশি পোশাকের দিকে ঝোঁক ।এর ফলেই মূলত হারিয়ে যাচ্ছে এই শিল্প। তবে উপজাতি একটা অংশের মানুষ বংশপরম্পরায় এখনো এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে। তাদের নিজ হাতে তৈরি পাছড়া, রিসা সহ বিভিন্ন পোশাক দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানির ব্যবস্থা করেছে সরকার। শনিবার উদয়পুর মহকুমার আঠারোভোলা জলেমা বসন্ত হায়ার সেকেন্ডারি স্কুলে নাবার্ড এর উদ্যোগে পালিত হয় ন্যাশনাল হ্যান্ডলুম ডে। এদিন বিধায়ক রামপদ জমাতিয়া প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন।

নাবার্ড এর উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজাতি মহিলাদের মধ্যে যারা হস্ত তাঁত শিল্পের সঙ্গে যুক্ত তাদের সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি এই শিল্পের গুরুত্ব সম্পর্কে তাদের অবহিত করা হয়। নাবার্ড এর পক্ষ থেকে এদিন উপস্থিত মহিলা তাঁত শিল্পকারদের তাঁত শিল্পে ব্যবহৃত সুতা প্রদান করা হয় তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে। এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক রামপদ জমাতিয়া ছাড়াও উপস্থিত ছিলেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাম চন্দ্র দেবনাথ, বিডিএম খোকন দে, ডিরেক্টর অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা।