BRAKING NEWS

Anti-plastic campaign various markets : সদর মহকুমা প্রশাসনের তরফে বিভিন্ন বাজার ও শপিং মলগুলিতে অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। আজ সদর মহকুমা প্রশাসনের তরফে বিভিন্ন বাজার ও শপিং মলগুলিতে অভিযান চালানো হয়েছে। মূলত, বাজারগুলিতে প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয়েছিল। এছাড়া, শপিং মলগুলিতে কোভিড বিধি মানা হচ্ছে কিনা তা দেখার জন্য অভিযানে নেমেছিল সদর মহকুমা প্রশাসন।


এদিন ডিসিএম আশীষ বিশ্বাস জানান, প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে আজ বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়েছে। তাতে, প্রায় ৫০ কেজি প্লাস্টিকের ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, মোট ৫১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, আগরতলা শহরে সব বাজারেই এধরনের অভিযান চালানো হবে। তাতে, প্লাস্টিকের ক্যারি ব্যাগ পাওয়া গেলে দোকানদারকে জরিমানা করা হবে।


এদিকে, সদর ডিসিএম শ্রীকান্ত চক্রবর্তীর নেতৃত্বে মহকুমা প্রশাসনের একটি দল আজ বিভিন্ন শপিং মলে অভিযান চালিয়েছে। তাঁরা মূলত মলগুলিতে কোভিড বিধি আদৌ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেছে। শ্রীকান্ত বাবু এদিন বলেন, আগরতলায় একটি শপিং মলে অভিযানে দেখা গেছে কোভিড বিধি মানা হচ্ছে না। ক্রেতারা সামাজিক দুরুত্ব মানছেন না এবং মলের কর্মীরা মুখে মাস্ক পড়ছেন না। তাই, ওই মল কতৃপক্ষের বিরুদ্ধে জরিমানা আদায়ের নোটিশ দেওয়া হবে। তিনি বলেন, করোনাকে নিয়ন্ত্রণে আনতে বহু চেষ্টা করা হচ্ছে। সামান্য গাফিলতির জন্য বড় বিপদ ডেকে আনবে জনও সাধারণ। তাই, তিনি সকলের উদ্দেশ্যে বলেন, কোভিড বিধি মেনে চলুন, অন্যথায় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *