BRAKING NEWS

Students blocked the national highway : মুঙ্গিয়াকামিতে জাতীয় সড়ক অবরোধে বসলো মাধ্যমিকের অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অগাস্ট।। মুঙ্গিয়াকামিতে জাতীয় সড়ক অবরোধে বসলো মাধ্যমিকের অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে পাস করিয়ে দেওয়ার দাবিতে তারা জাতীয় সড়ক অবরোধ করে। দীর্ঘ দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনে শামিল হয়েছে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা। মঙ্গলবার একই দাবি নিয়ে তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি এলাকার মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও বলরাম কোবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অকৃতকার্য ছাত্রছাত্রীরা সকাল ১০:৩০ মিঃ থেকে জাতীয় সড়ক অবরোধে বসে।

এতে জনসাধারণকে ব্যাপক দূর্ভোগে পড়তে হয়। ঘন্টার পর ঘন্টা রাস্তার দু’পাশে ছোট-বড়ো বিভিন্ন প্রকার যান বাহন আটকে পড়ে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। খবর পেেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুঙ্গিয়াকামি বিদ্যালয় পরিদর্শক। অবশেষে আলোচনা করা হয় তাদের সাথে। দীর্ঘ প্রায় ২ ঘন্টা পর ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে যেভাবে জাতীয় সড়ক অবরোধ ও বিভিন্ন প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে চলেছে। বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত ঘোষণা করার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *