Economic blockade against Tripura : ত্রিপুরার বিরুদ্ধে অনির্দিষ্টকালের অর্থনৈতিক অবরোধের হুমকি করিমগঞ্জ জেলার নাগরিকদের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১ আগস্ট৷৷ এবার ত্রিপুরার বিরুদ্ধে চুড়াইবাড়িতে অবরোধ! অসম-ত্রিপুরা সীমান্তবর্তী করিমগঞ্জ জেলার অন্তর্গত চুড়াইবাড়িতে অর্থনৈতিক অবরোধ গড়ে উত্তরপূর্বের ছোট পাহাড়ি রাজ্য ত্রিপুরাকে কড়া বার্তা দেওয়া হয়েছে৷ আর এজন্য বারো ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন করিমগঞ্জ জেলার নাগরিকরা৷
দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলার বুক চিরে ধাবিত ৮ নম্বর জাতীয় সড়ক এবং রেলপথে অবরোধ সৃষ্টি করে ত্রিপুরার বিরুদ্ধে অনির্দিষ্টকালের অর্থনৈতিক অবরোধ গড়ে তুলতে প্রস্ততি নেওয়া হচ্ছে৷ তবে কাছাড় জেলার অসম-মিজোরাম সীমান্তে লায়লাপুরের ঘটনার মতো আসম-ত্রিপুরা সীমান্তে গুলিবর্ষণের ঘটনা ঘটেনি৷ নিছক মিজোরামকে উদারতার হাত বাড়িয়ে দেওয়ায় ত্রিপুরা সরকারের বিরুদ্ধে ফুঁসছেন করিমগঞ্জ তথা বরাকের সচেতন নাগরিকরা৷


গত সোমবার (২৬ জুলাই) অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুরে মিজো সশস্ত্র দুষৃকতকারীদের হাতে শহিদ হয়েছেন অসম পুলিশের ছয় জওয়ান এবং এক নাগরিক৷ এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ৭০-এর বেশি অসম পুলিশ এবং সাধারণ নাগরিক৷ আর ওইদিন থেকেই কাছাড় এবং হাইলাকান্দির ওপর দিয়ে মিজোরামে দানাপানি পাঠানো হয়ে গেছে৷ কাছাড় জেলার বুক চিরে মিজোরামগামী ৩০৬ নম্বর জাতীয় সড়ক এবং কাটাখাল-ভৈরবী রেলরুটের নানা স্থানে ক্ষুব্ধ জনতা সহ নানা সংগঠন অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করে মিজোরামকে মোক্ষম জবাব দিচ্ছেন৷ ২৬ জুলাই থেকে ১ আগস্ট, এক সপ্তাহ ধরে অর্থনৈতিক অবরোধের ফলে মিজোরামে কার্যত তীব্র খাদ্য সঙ্কট দেখা দিয়েছে৷ দানাপানি বন্ধ হওয়ার উপক্রম ওই রাজ্যে৷


কিন্তু পরিত্রাণের উপায়? মিজোরাম সরকার শেষমেষ দ্বারস্থ হয়েছে পার্শবর্তী ছোট্ট রাজ্য ত্রিপুরার৷ ত্রিপুরা ও মিজোরামের মধ্যে যদিও জাতীয় সড়ক সংযোগ নেই, তবে উত্তর ত্রিপুরা জেলার দামছড়া হয়ে মিজোরাম যাওয়ার একটি রস্তা রয়েছে৷ অসমের সঙ্গে যখন মিজোরামের সব জাতীয় সড়ক সহ সংযোগী পথ অবরুদ্ধ, সে সময় মিজোরামের খাদ্য সামগ্রী পৌঁছে দিতে ত্রিপুরার সহযোগিতা চেয়েছিল জোরামথাঙ্গা সরকার৷ এতে সাহায্যের হাত প্রসারিত করেছে পাহাড়ি রাজ্য ত্রিপুরাও৷
জানা গেছে, ত্রিপুরার উত্তর ত্রিপুরা জেলার দামছড়া হয়ে মিজোরাম পৌঁছচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী৷ আর ত্রিপুরা সরকারের মদতে মিজোরামের উদ্দেশ্যে প্রতিদিন পণ্য বোঝাই লরি দামছড়া পূর্ত সড়ক দিয়ে মিজোরামে ঢুকছে৷


এতেই ক্ষুব্ধ অসমের সচেতন নাগরিক সহ বিভিন্ন সংগঠন৷ এবার চুড়াইবাড়িতে অবরোধ সৃষ্টি করে ত্রিপুরাকে মোক্ষম জবাব দিতে চাইছেন তাঁরা৷ এই সকল ক্ষুব্ধ জনতা সহ স্থানীয় নাগরিকদের বক্তব্য, যেখানে মিজোরামের দুষৃকতকারীরা অসমের জমি জবরদখল করার পাশাপাশি ছয় জওয়ানকে হত্যা করেছে, সেটা কি ত্রিপুরা সরকার বা সে রাজ্যের জনগণের অজানা? জেনেশুনে কীভাবে মিজোরামকে পণ্য পরিবাহী গাড়ি যেতে অনুমতি দিতে পারে বিপ্লবকুমার দেবের সরকার? তাই এবার অসমের করিমগঞ্জ জেলার চুড়াইবাড়িতে জাতীয় সড়ক এবং রেলপথে অবরোধ সৃষ্টি করে ত্রিপুরার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করার হুঙ্কার দিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ জনতা সহ বিভিন্ন সংগঠন৷

এ ব্যাপারে আজ রবিবার (১ আগস্ট) অসমের মুখ্যমন্ত্রী, করিমগঞ্জের জেলাশাসক, পুলিশ সুপার, বাজারিছড়া থানার ওসি এবং চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জকে পৃথক পৃথক স্মারকপত্র তুলে দিয়েছেন প্রতিবাদী জনতা৷ স্মারকপত্রে তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রবিবার (১ আগস্ট) বিকেল তিনটা থেকে ১২ ঘণ্টার মধ্যে যদি অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়ক দিয়ে উত্তর ত্রিপুরা জেলার দামছড়া হয়ে মিজোরাম যাওয়ার পণ্য পরিবাহী গাড়ি যদি বন্ধ করা না হয়, তা-হলে অসমের চুড়াইবাড়িতে জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করে ত্রিপুরার বিরুদ্ধে অনির্দিষ্টকালের অর্থনৈতিক অবরোধ গড়ে তোলা হবে৷