BRAKING NEWS

প্রয়াত ভারতীয় কিংবদন্তী ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় নন্দু নাটেকর

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি. স.) : প্রয়াত ভারতীয় কিংবদন্তী ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় নন্দু নাটেকর । বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবশেষে বুধবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। নক্ষত্র পতনে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


১৯৫৬ সালে নান্ডু নাটেকার প্রথম ব্যাডমিন্টনে আনর্জাতিক খেতাব লাভ করেন। তিনিই প্রথম ভারতীয় যিনি অর্জুনা খেতাব পেয়েছিলেন। এছাড়াও তিনি ৬টি জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১০০-র উপর জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে জিতেছিলেন। পশ্চিম মহারাষ্ট্রের সাঙ্গলিতে জন্ম হয়েছিলেন নন্দু। ১৫ বছরের কেরিয়ারে প্রচুর সাফল্য পেয়েছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ‘ভারতের খেলাধুলোর ইতিহাসে নন্দু নাটেকারের একটা বিশেষ জায়গা বরাবর রয়েছে। একদিকে যেমন ছিলেন দারুণ ব্যাডমিন্টন প্লেয়ার, তেমনই ছিলেন আইকন। ওঁর সাফল্য পরবর্তী প্রজন্মকে আনুপ্রাণিত করেছে। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’


তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, করোনার কারণে কোনও স্মরণসভার আয়োজন করা হচ্ছে না। নন্দু রেখে গেলেন তাঁর একমাত্র ছেলেকে। নন্দু নাটেকারের ছেলে গৌরভ নাটেকর, একজন নামকরা টেনিস প্লেয়ার। যিনি ডেভিস কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং লিয়েন্ডার পেজের সাথে জুটিতে ১৯৯৪ সালের হিরোশিমা এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *