BRAKING NEWS

Mass vaccination drive : ত্রিপুরায় ২৭ ও ২৮ জুলাই গণ টিকাকরণ অভিযান, মন্ত্রিসভার সকল সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। করোনা মোকাবিলায় ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যে পৌছাতে আগামী ২৭ ও ২৮ জুলাই গণ টিকাকরণ কর্মসূচীর উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার৷ সে মোতাবেক টিকাকরণ কেন্দ্র পরিদর্শনের জন্য ত্রিপুরা মন্ত্রিসভার সমস্ত সদস্যদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ মন্ত্রিসভার সকল সদস্যদের সাথে জরুরি বৈঠকে ওই নির্দেশ দিয়েছেন তিনি৷


ত্রিপুরায় ১৮ ঊর্ধ নাগরিকদের ১০০ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যে আগামী ২৭ ও ২৮ জুলাই রাজ্যব্যাপী বিশেষ অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে৷ ১৮ বছরের ঊর্ধের সকল নাগরিকদের অনুরোধ করা হয়েছে কো-উইন অ্যাপ-র মাধ্যমে নিজেদের কোভিড টিকাকরণের স্প্লট বুকিং নিশ্চিত করে নিন৷ সে মোতাবেক নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকাগ্রহণ করে নিজেদের সুরক্ষিত রাখার জন্য ত্রিপুরা সরকার আবেদন জানিয়েছে৷ কোভিড টিকাকরণের এই বিশেষ অভিযান কর্মসূচিতে ১৮ বছর ও তার ঊর্ধে প্রত্যেকেই এই পরিষেবা গ্রহণ করতে পারবেন৷ সম্পুর্ন বিনামূল্যেই সকলের জন্য এই টিকাকরণ অভিযান হাতে নিয়েছে সরকার৷ ত্রিপুরায় আটটি জেলাতেই কোভিড টিকাকরণ কেন্দ্রে এই অভিযানে টিকাকরণ করা হবে৷
ত্রিপুরা সরকারের উদ্যোগে এই বিশেষ কোভিড টিকাকরণ অভিযান সফল করার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ, বিধায়ক, ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের বিশেষ উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছেন৷ এই অভিযান সফল করতে জেলা থেকে ব্লকস্তর পর্যন্ত রাজ্য প্রশাসনের সমস্ত স্তরের আধিকারিকদের বিশেষ উদ্যোগ নেওয়ার উপরও মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন৷


এখনো প্রায় ৩ লক্ষ ৯০ হাজার যোগ্য ব্যক্তির টিকাকরণ বাকি রয়েছে৷ মুখ্যমন্ত্রী আজ সমস্ত মন্ত্রিদের নির্দেশ দিয়েছেন আগামী দুইদিনে কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সর্বোচ্চ প্রয়াস নিতে হবে৷ স্বাস্থ্য দফতর সুত্রে খবর, টিকাকরণে বাকি রয়েছেন অধিকাংশদের আগামী দুইদিনে টিকার আওতায় আনার চেষ্টা হবে৷ এক্ষেত্রে সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়ে সরেজমিনে পরিদর্শন করতে হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী৷ তাই, তিনি ২৭ জুলাই খোয়াই ও ঊনকোটি জেলা এবং ২৮ জুলাই গোমতি ও দক্ষিণ জেলায় টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করবেন৷


এছাড়া, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাকি মন্ত্রিরাও নির্দিষ্ট জেলায় টিকাকরণ কেন্দ্রে যাবেন৷ সূত্রের খবর, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মাকে সিপাহীজলা জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে৷ একই জেলায় টাকারজলা এবং জম্পুইজলা এলাকায় টিকাকরণ কেন্দ্রে পরিদর্শনে যাবেন রাজস্ব মন্ত্রী এন সি দেব্বর্মা৷ এদিকে, পশ্চিম জেলায় দায়িত্বে রয়েছেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ তেমনি, কৃষি মন্ত্রী প্রণজিত সিংহ রায় গোমতি জেলায় টিকাকরণের সার্বিক পরিস্থিতি পরিচালনার দায়িত্ব পেয়েছেন৷ খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব, বন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং মুখ্য সচেতক কল্যানী রায়কে নিজ নিজ জেলায় টিকাকরণ কেন্দ্র পরিদর্শন, জনগণের সাথে যোগাযোগ সাধন এবং সর্বাধিক সংখ্যায় টিকা দেওয়া সুনিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *