BRAKING NEWS

Olympic campaign by winning : দাপুটে জয়ে অলিম্পিক অভিযান শুরু মেরি কমের

টোকিও, ২৫ জুলাই (হি.স.) : টোকিও অলিম্পিকে জয় দিয়ে অভিযান শুরু এম সি মেরি কমের । বক্সিংয়ে মেয়েদের ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) প্রতিপক্ষ ডমিনিকান রিপাবলিকের মিগুয়েলিনা হার্নান্ডেজ গার্সিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেন অলিম্পিক পদক জয়ী মেরি কম । শেষ ষোলোয় মেরি কম রিংয়ে নামবেন কলম্বিয়ার ইংগ্রিট লরেনা ভ্যালেন্সিয়া ভিক্টোরিয়ার বিরুদ্ধে ।

টোকিও অলিম্পিক্ থেকে বক্সিংয়ে পদক জয়ের ব্যাপারে ভারতের অন্যতম বাজি মেরি কম। রবিবার রাউন্ড অফ থার্টি টু-তে ডমিনিকান রিপাবলিকের মিগুয়েলিনা হার্নান্দেজ গার্সিয়ার মুখোমুখি হয়েছিলেন তিনি। ৩-২ ব্যবধানে প্রথম রাউন্ড জিতে নেন মেরি। মহিলাদের ফ্লাইওয়েট বিভাগের এই ম্যাচের দ্বিতীয় রাউন্ডও ৩-২ ব্যবধানে জেতেন মেরি। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে নেন মেরি।


৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি (৫১ কেজি) অলিম্পিক গেমসের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছলেনয ডমিনিকান প্রজাতন্ত্রের মিগুয়েলিনা হার্নান্দেজ গার্সিয়া তাঁর দিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কিন্তু শেষ হাসি তোলা ছিল মেরির জন্যই। ৩৮ বছরের মেরি ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তাঁর রবিবারের প্রতিপক্ষ মেরির চেয়ে বয়সে ১৫ বছরের ছোট। প্যান অ্যামেরিকান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছেন মিগুয়েলিনা। তবে কৌশলগতভাবে প্রতিপক্ষের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন মেরি। তাঁর অভিজ্ঞতাও ম্যাচ জিততে সাহায্য করেছে মেরিকে।

শেষ ষোলোয় মেরি কম রিংয়ে নামবেন কলম্বিয়ার ইংগ্রিট লরেনা ভ্যালেন্সিয়া ভিক্টোরিয়ার বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *