Housewife has been attacked : দুধপুষ্করিনী এলাকায় স্বামীর হাতে আক্রান্ত হয়েছে গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।। গোমতী জেলার কাকড়াবন থানা এলাকার দুধপুষ্করিনী এলাকায় স্বামীর হাতে আক্রান্ত হয়েছে গৃহবধূ । আক্রান্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। আবারো স্বামীর হাতে আক্রান্ত গৃহবধূ।

ঘটনার বিবরণে জানা যায় কাকড়াবন থানাধীন দুধপুষ্করিনী এলাকার সুমন শীলের হাতে তার স্ত্রী বাবলি সাহা শীল(২৫) আক্রান্ত হয়েছে। আক্রমণে গৃহবধূ আহত হয়।এলাকার সূত্রে জানা যায়, প্রায়ই অত্যাচারিত হত গৃহবধূ।মুখ বুজে এই অত্যাচার মেনে নিত স্ত্রী বাবলি। শুক্রবার সুমন তার স্ত্রী বাবলিকে অসহনীয় অত্যাচার করেছে। বাবলি গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকলে পাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ।

কাকড়াবন অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে দুধপুষ্করিনী থেকে আহত অবস্থায় বাবলিকে কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় দমকল বাহিনীর। কর্মীরা।সেখানে থেকে আহত বাবলিকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। এদিকে কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানান বাবলির মাথায়, হাতে প্রচন্ড চুট লেগেছে। উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে রেফার করা হয়। কাকড়াবন থানার পুলিশ অভিযুক্ত পাষণ্ড স্বামী সুমন শীলকে আটক করে কাকড়াবন থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।