BRAKING NEWS

তিন দিনে দ্বিতীয় বার, ফের কমল সোনার দাম

নয়াদিল্লি,  ২২ জুলাই (হি.স.) :  গত তিন দিনে এই নিয়ে দ্বিতীয় বার। বৃহস্পতিবার ফের কমল সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম ৪৭ হাজার ৪৫০ টাকা। দাম কমায় এখনই সোনা কেনার সেরা সময় বলেও মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ।


মাল্টি কমোডিটি ইনডেক্স-এর হিসেব অনুযায়ী বৃহস্পতিবার ১০ গ্রাম সোনার দাম ৪৭ হাজার ৪৫০ টাকা। আন্তর্জাতিক বাজারে টানা বাড়ছিল সোনার দাম। একটা সময় সোনার দাম ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। কিন্তু গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম নামতে শুরু করেছে। গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি দাম নামল বৃহস্পতিবার। দাম কমায় এখনই সোনা কেনার সেরা সময় বলেও মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। এখন বিয়ের মরশুম চলছে। ফলে সোনার দামে এই পতন মধ্যবিত্তের জন্য সুখবর।


বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারাট (পাকা সোনা) ১০ গ্রাম সোনার দাম ৪৮ হাজার ৭০০ টাকা। ২২ ক্যারাট (গয়নার সোনা) সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৬ হাজার ২০০ টাকা। ২২ ক্যারাট হলমার্ক সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৬ হাজার ৯০০ টাকা। দাম কমেছে রুপোরও। এক কেজি রুপোর দাম এখন ৬৭ হাজার ৩৬ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *