Police again got the success : আবারো নেশা বিরোধী অভিযানের সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ জুলাই।। আবারো নেশা বিরোধী অভিযানের সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ লালসিংমুড়া এলাকার নেশা কারবারি মলিন শীলের বাড়িতে অভিযান চালায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি দেবাশীষ সাহা জানান বুধবার রাতে বিশালগড় থানায় গোপন সূত্রে একটি খবর আসে লালসিংমুড়া মান্ডবটিলা এলাকার মলিন শীলের বাড়িতে মাটির নিচে ড্রাম ভর্তি করে শুকনো গাঁজা মজুত করা আছে।

সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মলীন শীল এর বাড়িতে অভিযান চালায় বিশালগড় থানার পুলিশ এবং সেখানে পাঁচটি ড্রামের মধ্যে থেকে প্রায় ১৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সামর্থ হয় পুলিশ।ঘটনায় বাড়ির মালিক মলিন শীলের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এদিন এ ঘটনার সঙ্গে যুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বিশালগড় থানার পুলিশ। তাছাড়া আগামী দিনেও এই ধরনের নেশা বিরোধী অভিযান জারি রাখবে বলে জানিয়েছে বিশালগড় থানার ওসি দেবাশীষ সাহা।