BRAKING NEWS

অসম : বোকাখাতে পুলিশের বন্দুক কেড়ে পালাতে গিয়ে গুলিবিদ্ধ নাগা উগ্রপন্থী তথা চোরাশিকারি, আহত কনস্টেবল

বোকাখাত (অসম), ২২ জুলাই (হি.স.) : এবার মাদক কারবারি নয়, বন্যজন্তুর এক চোরাশিকারি পুলিশের বন্দুক কেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলি করে তাকে আটকানো হয়েছে। তবে চোরাশিকারির হামলায় পুলিশের জনৈক কনস্টেবল জুয়েল গগৈ আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ চোরাশিকারিকে নিষিদ্ধ নাগা উগ্রপন্থী সংগঠন জেমি রিভলিউশনারি আৰ্মি-র ক্যাডার থাংগৌসিং ভি খামফৌপক বলে শনাক্ত করা হয়েছে। ঘটনা আজ বৃহস্পতিবার ভোরে গোলাঘাট জেলার বোকাখাতে সংঘটিত হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, অসমের কাজিরঙা জাতীয় উদ্যানে বহু গণ্ডার হত্যা এবং খড়গ কেটে নেওয়ার অভিযোগে মণিপুরের চূড়াচাঁদপুর থেকে গত ১৩ জুলাই জেমি রিভলিউশনারি আৰ্মির ক্যাডার থাংগৌসিং ভি খামফৌপককে গ্রেফতার করেছিল অসম পুলিশ এবং মণিপুর পুলিশের এক যৌথ দল৷ অসম পুলিশের নেতৃত্ব দিয়েছিলেন পুলিশ-প্ৰধান ভাস্করজ্যোতি মহন্ত এবং এডিজিপি (আইন-শৃঙ্খলা) জিপি সিং৷ তাকে নিয়ে আসা হয় অসমের বোকাখাত থানায়। পুলিশি জেরায় প্রদত্ত বয়ানের ভিত্তিতে জঙ্গলে লুকিয়ে রাখা গণ্ডার বধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে বুধবার মধ্যরাতে বোকাখাতের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) অনিতা হাজরিকার নেতৃত্বে পুলিশের দল চোরাশিকারি থাংগৌসিং ভি খামফৌপককে নিয়ে রওয়ানা হয়েছিলেন। কিন্তু পানবাড়ি রিজাৰ্ভ ফরেস্টের ঘন জঙ্গলে গিয়ে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র খোঁজার নামে ইতস্তত এদিক-ওদিক করার সময় আচমকা সে পুলিশের কনস্টেবল জুয়েল গগৈয়ের ওপর হামলা করে বসে। কিছুক্ষণ ধস্তাধস্তি করে জুয়েলের হাত থেকে বন্দুক কেড়ে পুলিশের ওপর গুলি করতে উদ্যত হয়। তখন অন্য পুলিশকর্মী তাঁদের বন্দুক তুলে তার দিকে তাক করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এমতাবস্থায় পুলিশ তার পায়ে গুলি করে আটকায়৷


এদিকে আহত কনস্টেবল জুবেল গগৈ এবং উগ্রপন্থী সদস্য তথা চোরাশিকারি থাংগৌসিং ভি খামফৌপককে বোকাখাত সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে তাদের প্ৰাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে৷


এসডিপিও অনিতা হাজরিকা জানান, কাজিরঙায় গণ্ডার হত্যার সঙ্গে দীৰ্ঘদিন ধরে জড়িত মনিপুরের নাগা উগ্ৰপন্থী থাংগৌসিং ভি খামফৌপক৷ এর আগে সে এনএসসিএন (আইএম)-এর ক্যাডার ছিল। তবে এখন সে জেমি রিভলিউশনারি আর্মির এর সক্রিয় ক্যাডার। ২০২০ সালে মণিপুরের চূড়াচাঁদপুর থেকে সিঞ্জাসাম ভাল্টে নামের এক গণ্ডার হত্যাকারীকে গ্ৰেফতারের পর জেমি রিভলিউশনারি আর্মির সক্রিয় ক্যাডার তথা চোরাশিকারি থাংগৌসিং ভি খামফৌপকের নাম সামনে আসে। ইত্যবসরে সিঞ্জাসাম ভাল্টের বিরুদ্ধে ১৯৫/২০ নম্বরে মামলা রুজু করে কুখ্যাত থাংগৌসিং ভি খামফৌপককে গ্ৰেফতার করতে প্রতিবেশী দুই রাজ্যের পুলিশ বিভিন্ন সময় যৌথ অভিযান চালায়। অবশেষে গত ১৩ জুলাই তাকে গ্রেফতার করতে সক্ষম হয় দুই রাজ্যের পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *