India will face Sri Lanka : একদিনের সিরিজের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি শিখরের ভারত

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.) : আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম একদিনের ম্যাচ। প্রায় ২ বছর পর ৫০ ওভারের ক্রিকেটে আরও একবার মুখোমুখি হতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কা। লঙ্কা ব্রিগেডের বিরুদ্ধে শিখরবাহিনী রবিবার থেকে তিন ম্যাচের সিরিজ খেলবে। ২০১৭ সালের পর থেকে এই দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয়নি। একদিনের ফরম্যাটে ২০১৯ সালে শেষবার এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল।

২০১৭ সালে শেষবার যখন শ্রীলঙ্কা সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল, সেইসময় বিরাট কোহলির নেতৃত্বে ৯ ম্যাচেই জয়লাভ করেছিল ভারত। এরমধ্যে রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ, পাঁচ ম্যাচের একদিনের সিরিজ এবং একটি টি-২০ ম্যাচ। ওই বছরের শেষের দিকে যখন ভারতের মাটিতে শ্রীলঙ্কা পা রেখেছিল, তারা ০-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারে, একদিনের সিরিজ হারে ১-২ ব্যবধানে, আর টি-২০ সিরিজেও ০-৩ ব্যবধানে পরাস্ত হয়। এছাড়া ২০২০ সালে তিন ম্যাচের টি-২০ সিরিজেও শ্রীলঙ্কা ০-২ ব্যবধানে হেরে যায়।


তিনটে ম্যাচই হবে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাদের মত প্রথম সারির তারকারা না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ফেভারিট হিসাবেই শুরু করবে ভারত। শ্রীলঙ্কার দলেও একাধিক তারকা অনুপস্থিত থাকতে চলেছেন। এই প্ৰথমবার জাতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। তাঁর ডেপুটি ভুবনেশ্বর কুমার।একদিনের ক্রিকেটে ভারত এবং শ্রীলঙ্কা এখনও পর্যন্ত ১৫৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তবে জয়ের পাল্লা অবশ্য ভারতের দিকেই ভারী। তারা এরমধ্যে ৯১ ম্যাচে জয়লাভ করেছে। অন্যদিকে শ্রীলঙ্কা এখনও পর্যন্ত জিততে পেরেছে মাত্র ৫৬ ম্যাচ। ১১ ম্যাচে কোনও ফলাফল নির্ধারণ করা সম্ভব হয়নি। আর একটা ম্যাচ টাই হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *