BRAKING NEWS

জনজাতি কল্যানে ২৩০৯.৮৯ কোটি টাকা প্রধানমন্ত্রীর কাছে চাইলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, আগর গাছকে কেন্দ্র করে ২০ হাজার কোটি টাকার অর্থনীতির স্বপ্ন ফেরি করলেন

আগরতলা, ১৬ জুলাই (হি. স.) : ত্রিপুরায় জনজাতি অংশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। কোভিড মহামারীর প্রকোপে অর্থনীতি অনেকটা ধাক্কা খেয়েছে। তাই, প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি স্বরূপ জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি, সামাজিক, অর্থনৈতিক এবং ভাষাগত উন্নয়নে কেন্দ্রের সহায়তা চেয়েছেন তিনি। এক্ষেত্রে মোট ২৩০৯.৮৯ কোটি টাকার আর্থিক প্যাকেজ অনুমোদনের আর্জি প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া, আগর গাছকে কেন্দ্র করে ত্রিপুরায় ২০ হাজার কোটি টাকার অর্থনীতির স্বপ্ন ফেরি করেছেন তিনি। সাথে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে সেচ, পর্যটন এবং নগরোন্নয়ন ক্ষেত্রে উন্নয়নের জন্য ৮৭৫ কোটি টাকা অবিলম্বে বরাদ্দ করার অনুরোধ রেখেছেন তিনি।


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার জনজাতি কল্যানে প্রধানমন্ত্রীর কাছে ১৭টি প্রকল্পে ১০৫৯.৮৯ কোটি টাকা চেয়েছেন। তার অতিরিক্ত জনজাতিদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ভাষাগত উন্নয়নে ১২৫০ কোটি টাকা দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে ত্রিপুরা জনজাতিদের সার্বিক উন্নয়ন বিজেপির প্রাধান্য ছিল। সে মোতাবেক অর্থ মিললে সেই প্রতিশ্রুতি পূরণ সম্ভব হবে।


এদিকে, আগর গাছ ত্রিপুরায় রয়েছে। প্রায় ৫০ লক্ষ আগর গাছের হিসেব মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে দিয়েছেন। তাঁর মতে, আগর রপ্তানির মাধ্যমে ত্রিপুরায় অর্থনৈতিক উন্নতি সম্ভব। তাই ত্রিপুরা সরকার আগর গাছ নিয়ে নতুন নীতি প্রণয়ন করেছে। তাঁর দাবি, ২০২৫ সালের মধ্যে আগর গাছের পরিমান ত্রিপুরায় দ্বিগুন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় নীতিতে ছাড় খুবই আবশ্যিক বলে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তিনি। তাঁর মতে, আগরকে কেন্দ্র করে ত্রিপুরায় ২০ হাজার কোটি টাকার অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে।


আজ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে ৮৭৫ কোটি টাকা অবিলম্বে বরাদ্দ করার অনুরোধ জানিয়েছেন। তাঁর দাবি, সেচ, পর্যটন এবং নগরোন্নয়ন ক্ষেত্রে পাঁচটি নির্দিষ্ট প্রকল্প বাস্তবায়নে ওই অর্থের প্রয়োজনীয়তা রয়েছে।


প্রসঙ্গত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দিল্লি সফরে গিয়ে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতাদের সাথে বৈঠক শেষে আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন। তাঁকে ত্রিপুরার বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞের বিবরণ দিয়েছেন। ৩ বছরে জনকল্যানে একাধিক পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা সরকার, তা সবিস্তারে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। সাথে তিনি প্রধানমন্ত্রীর কাছে আগামীর উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *