আগরতলা, ১৬ জুলাই : স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে শ্বশুরের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জামাতা। ঘটনা কলমচৌড়া থানার রহিমপুর এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পারিবারিক কলহকে কেন্দ্র করে শশুরের ধারালো অস্ত্রের আঘাতে গুরতর ভাবে আক্রান্ত হলেন জামাতা। ঘটনা কলমচৌড়া থানাধীন রহিমপুর এলাকায়। আহত জামাতার নাম নিজাম উদ্দিন। জানা যায় ,বৃহস্পতিবার রাতে ঘরের মধ্যে কাজ করার সময় নিজাম উদ্দিন তার স্ত্রীকে চা বানাতে বলে। স্বামীর কথায় চা বানাতে অসম্মতি জানায় স্ত্রী। এতে বাক-বিতণ্ডা সৃষ্টি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। পরে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা করার জের ধরে স্বামী নিজাম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শশুর নুরুল ইসলাম। এতে তার ডান হাত ভেঙে গেছে বলে জানায় জামাতা নিজাম উদ্দিন। ঘটনাস্থল থেকে পালিয়ে কোনক্রমে প্রাণ বাঁচায় নিজাম উদ্দিন। সারা রাত্র জঙ্গলের পথ ধরে হেঁটে বিশালগড় মহকুমা হাসপাতালে আসে জামাই নিজাম উদ্দিন। সেখানে চিকিৎসা করে কলমচৌরা থানায় শশুরের নামে একটি মামলা দায়ের করে জামাতা নিজাম উদ্দিন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
2021-07-16

