সার্বিয়া, ১৬ জুলাই (হি.স.): সম্প্রতি টেনিস তারকা নোভাক জোকোভিচ জানিয়েছিলেন, টোকিও অলিম্পিকে তিনি অনিশ্চিত। করোনা মহামারীর ভয়ে তিনি টোকিও নাও যেতে পারেন। যদিও সেই মত বদলালেন জোকোভিচ। এই টেনিস তারকা জানিয়ে দিলেন, এবারের টোকিও অলিম্পিকে তিনি খেলবেন। টোকিওর জন্য বিমানের টিকিটও বুকিং করেছেন তিনি। টুইট করে জানিয়েছেন, গর্বের সঙ্গে অলিম্পিকের জন্য টিম সার্বিয়ায় যোগ দেব।
ইংরেজিতে টুইট করে টেনিস তারকা জোকোভিচ জানিয়েছেন, “আমি টোকিও-র জন্য বিমান বুকিং করেছি ও গর্বের সঙ্গে অলিম্পিকের জন্য টিম সার্বিয়ায় যোগ দেব।” জোকোভিচের সংযোজন, “খুব গর্বের সঙ্গে আমি টোকিওর জন্য প্রস্তুত হয়েছি ও অলিম্পিক অঙ্গনে উজ্জ্বল পদকগুলির লড়াইয়ে আমাদের জাতীয় দলে যোগ দিচ্ছি।” তারপরে সার্বিয়ান ভাষায় তিনি টুইট করেছিলেন। যোগ করেন, “সার্বিয়ার হয়ে খেলা আমার পক্ষে সবসময়ই একটি বিশেষ আনন্দ ও অনুপ্রেরণা ছিল। সবাইকে খুশি করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। আসুন আমরা যাই।”

